ঢাকা সেনানিবাসে এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধন

আগের সংবাদ

যশোর বোর্ডের হিসাব থেকে আড়াই কোটি টাকা উত্তোলন : জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

পরের সংবাদ

পূজা মাতাবে তারকাবহুল সিনেমা

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

করোনার কারণে প্রায় দেড় বছর হল ছিল বন্ধ। তবে এবার পূজার আগে একের পর এক সিনেমা রিলিজের ঘোষণা করা হয়েছে। আর সেই তালিকায় দেব, জিৎ, কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী থেকে চিরঞ্জিৎ চক্রবর্তী সবাই আছেন। এবার টালীগঞ্জে পূজা মাতাবে যে সিনেমা
গোলোন্দাজ
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিক। পরিচালনায় ধ্রæব বন্দ্যোপাধ্যায়। এই সিনেমার দৌলতেই বছরখানেক বাদে প্রযোজনা সংস্থা এসভিএফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা দেব। আগামীকাল ১০ অক্টোবর নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় সিনেপর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন দেব। যে ছবি এক অনন্য লড়াইয়ের গল্প বলে। এই ছবির জন্য কম কসরত করেননি দেব। পায়ের ভাঙা আঙুল নিয়ে ফুটবল প্র্যাকটিস পর্যন্ত করেছেন। এমনকি ফুটবল খেলার অ-আ-ক-খ যিনি জানতেন না, দিন-রাত এক করে প্রশিক্ষণ নিয়েছেন। অতঃপর দেবকে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেখতে দর্শকরা যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা বলাই বাহুল্য। দেব ছাড়াও অভিনয় করেছেন ইশা সাহা, শ্রীকান্ত আচার্যসহ আরো অনেকে।

হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী
এই ছবিটিও ১০ অক্টোবরই মুক্তি পাচ্ছে। একই দিনে রিলিজ করছে দেবের দুটি ছবি। ‘গোলোন্দাজ’-এ তিনি অভিনয় করেছেন, আর ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’র প্রযোজক তিনি। অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শুভাশীষ মুখোপাধ্যায়। উল্লেখ্য, বাংলার সিনেদর্শকদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক দেব। সিনেমা হল নয়, হবু চন্দ্র আর গবু চন্দ্রর আগমন তিনি ঘটাতে চলেছেন টেলিভিশনের পর্দাতেই। প্রযোজক হিসেবে এটা যে এক বিরাট ঝুঁঁকি, তা বলাই বাহুল্য।
দেব বলেন, ‘শুধু বাংলার জন্য নয়, পৃথিবীজুড়ে বাংলা সিনেমার দশর্ক রয়েছেন, আর তাদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া। আমার কাছে আমেরিকা-বাংলাদেশ, তাছাড়া আরো অনেক জায়গা থেকে অনুরোধ এসেছে এই ছবিটা দেখার জন্য। গোড়া থেকেই ভেবেছিলাম এই সিনেমাটা বিশালসংখ্যক দর্শকদের কাছে পৌঁছে দেব। যেহেতু এ ধরনের ছবি ভীষণই বিরল বাংলা সিনেমায়। সিনেমা হলে ছবিটা দেখার মজা আলাদা। কিন্তু বাড়ি বাড়ি গোটা পরিবার একসঙ্গে বসে দেখুক, এটাই চাই।’
এফআইআর
পূজায় বক্স অফিস কাঁপাতে দেব-জিতের পাশাপাশি রয়েছেন অঙ্কুশ হাজরা আর বনি সেনগুপ্তও। এক ভিন্ন ধারার গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। প্রেক্ষাগৃহে আসছে ১০ অক্টোবর। অঙ্কুশ-বনি দুই অভিনেতাই পূজা রিলিজ নিয়ে বেজায় উচ্ছ¡সিত। অঙ্কুশ বললেন, ‘উচ্ছ¡সিত তো বটেই, তবে এবার যেহেতু অতিমারি এখনো কাটেনি, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি মানুষ যাতে হলমুখী হয়। ৪-৫ বছর আগের মতো যে রকম হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা ছিল, সেটা কোথাও গিয়ে করোনার জন্য জং ধরেছে। তো সেই পরিপ্রেক্ষিতে একটু চিন্তিত। কারণ বিগ বাজেট সম্ভবনামূলক বলিউড ছবিগুলোও বাজারে সেভাবে পসার জমাতে পারেনি এবার। টলিউডের প্রথম সারির তারকাদের ছবিও মুক্তি পাচ্ছে পূজায়। এদিকে প্রেক্ষাগৃহ এখনো ৫০ শতাংশ দর্শক নিয়েই চলছে। তাই বোঝা খুব মুশকিল যে দর্শকরা কতটা হলে এসে ছবি দেখবেন।’

বাজি
অংশুমান প্রত্যুষের পরিচালনায় নতুন ছবি। জুটি বেঁধেছেন জিৎ-মিমি প্রযোজক অভিনেতা জিৎ খোদ। মুক্তি পাচ্ছে ১০ অক্টোবর। বলাই বাহুল্য, ওই একই দিনে মুক্তি পাচ্ছে দেব প্রযোজিত ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ এবং অন্যদিকে দেব অভিনীত ‘গোলোন্দাজ’। পূজার বক্স অফিসে দুই টলিউড সুপারস্টারের যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তা বলাই বাহুল্য। তেলুগু ছবি ‘নান্নাকু প্রেমাথু’ ছবির অনুকরণে বাজির চিত্রনাট্য সাজানো হয়েছে। সিনেমার কাহিনী বলতে, বাবাহ শত্রæর সঙ্গে প্রতিশোধ নিতে তার মেয়েকে প্রেমের জালে ফাঁসায় নায়ক। কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে।

বনি
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের আঁধারে তৈরি সায়েন্স ফিকশন। মুক্তি পাচ্ছে ১০ অক্টোবর। অভিনয়ে পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক। এছাড়া রয়েছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। এই সিনেমার পরিচালনাও করেছেন পরমব্রত খোদ। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। পূজা রিলিজ মানেই অভিনেতাদের আলাদা অনুভূতি। কোয়েল বলেন, ‘বাংলায় খুব একটা সায়েন্স ফিকশন ছবি হয় না। গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। সুচারুভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ব্যবহার হয়েছে। এক সন্তানকে বাঁচানোর লড়াইয়ে প্রেক্ষাপটে মা-বাবার করুণ কাহিনী তুলে ধরা হয়েছে। আমি নিজেও একজন মা, তাই গল্পটার সঙ্গে কানেক্ট করা খুব সহজ।’

ষড়রিপু-২ জতুগৃহ
দীর্ঘ দুই দশক পর পূজায় মুক্তি পাচ্ছে চিরঞ্জিৎ চক্রবর্তীর ছবি। গোয়েন্দা চন্দ্রকান্তার ভূমিকায় চিরঞ্জিৎ ছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ, রণজয় বিষ্ণু ও দর্শনা বণিককে। সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ‘ষড়রিপু-২ জতুগৃহ’র ট্রেলারেই উঠে এসেছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যর কথা। এক দম্পতির জীবনে কীভাবে ঘনিয়ে আসে অন্ধকার? সেই গল্পই ‘ষড়রিপু’র সিক্যুয়েলে তুলে ধরেছেন পরিচালক অয়ন চক্রবর্তী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়