বঙ্গবন্ধুর উজ্জ্বল উত্তরাধিকার

আগের সংবাদ

বেপরোয়া চোরাচালান চক্র : স্থল, নৌ ও আকাশপথে আসছে হরেক চোরাই পণ্য, বাংলাদেশ থেকে অনেক পণ্য পাচারও হচ্ছে

পরের সংবাদ

নৈতিকতা-অনৈতিকতার গল্প বলবে ‘ব্রোকার’

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : মুনতাহা বৃত্তা রচনায় আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘ব্রোকার’। এখানে মোশাররফ করিমের সঙ্গে জুটি হয়ে আসছেন লাক্স তারকা নাজিয়া হক অর্ষা। পরিচালক জানান, আগামী ১ অক্টোবর এটি মুক্তি পাবে অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভে। এখানে দেখা যাবে জামিল আর মনির ছিমছাম একটা সংসার। জামিল সবসময় নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে। অনেক কিছুই করার চেষ্টা করে সে জীবনে, কিন্তু কোনোকিছুই তার হয় না। সিডির দোকান, ব্যান্ড পার্টি, পেপার বিক্রি, কি না করেছে সে জীবনে। শেষ পর্যন্ত জামিল আর তার এক ছোট ভাই ফ্ল্যাট ভাড়া, বিক্রিসহ এ ধরনের নানা দালালির সঙ্গে জড়িয়ে পড়ে। তবে নিজেকে দালাল বলতে নারাজ জামিল। সে নিজেকে ব্রোকার বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। ধীরে ধীরে তাদের ভাগ্য পরিবর্তন হতে থাকে। ওয়েব ফিল্ম প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘সাধারণত আমি কাজ নিয়ে কখনো কথা বলি না, কারণ মনে হয় আমার কাজ নিজেই তার কথা বলে। আমি দ্য ব্রোকার এর ট্রেলার দেখেছি এবং যেভাবে গল্পটি ফুটে উঠেছে তাতে আমি আনন্দিত। দ্য ব্রোকার মূলত একজনের ইচ্ছের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া এবং তার পরিণতি ভোগ করার গল্প। গল্পটি দেশ-বিদেশে সবাই পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’ এদিকে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘ওটিটির কাজগুলো একটু আলাদা যতœ নিয়ে করতে হয়। জিফাইভের কাজটিতে সবাই অনেক ইফোর্ট দিয়েছে, আমরা টিম হিসেবে কাজ করেছি। ভালো খবর হচ্ছে, অন্তর্জালে পোস্টার ও ট্রেইলার অবমুক্ত হওয়ার পর প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে বাংলাদেশ ও ভারতীয় দর্শকের কাছে। আশা করি, দর্শক পছন্দ করবে কাজটি।’
’মাশাররফ-অর্ষা ছাড়াও এখানে দেখা যাবে শহিদুল্লাহ সবুজ, মীর রাব্বি, সাথি মাহমুদকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়