অভিযুক্ত ইভ্যালির ১০ কর্মকর্তা : ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ

আগের সংবাদ

উজানে খরা ভাটিতে দখল-দূষণ : বিশ্ব নদী দিবস আজ

পরের সংবাদ

জমে উঠছে নাট্যাঙ্গন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নতুন নাটকের মঞ্চায়ন আর উৎসব আয়োজনের প্রস্তুতি নিয়ে ফের জমতে শুরু করেছে দেশের নাট্যাঙ্গন। করোনাকালীন লকডাউনে পাঁচ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর গত ১৯ আগস্ট থেকে খুলে দেয়া হয়েছে দেশের সব মিলনায়তন। তবে চলতি মাস থেকেই মূলত শুরু হয়েছে নাট্য প্রদর্শনী। এরই মধ্যে দুটি নতুন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে। মঞ্চে আসার অপেক্ষায় রয়েছে আরো কয়েকটি নতুন নাটক। চট্টগ্রামের নাট্যদল তীর্যক মঞ্চে আনতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘রাজা’। নাটকটি নির্দেশনা দিচ্ছেন আহমেদ ইকবাল হায়দার। আগামী ১ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। পরদিনও একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে। এদিকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ঢাকার নাট্যদল বটতলা ও যাত্রিক যৌথ প্রযোজনায় মঞ্চে আনতে যাচ্ছে নাটক ‘মার্ক্স ইন সোহো’। হাওয়ার্ড জিনের লেখা থেকে অনুবাদ করেছেন জাভেদ হুসেন। নির্দেশনা দিচ্ছেন নায়লা আজাদ নূপুর। ঢাকার নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির টানা ৬টি প্রদর্শনী করা হবে। ৬ অক্টোবর সন্ধ্যায় উদ্বোধনী মঞ্চায়নের পর ৭-৯ অক্টোবর আরো ৫টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ঢাকা থিয়েটার ও দেশ নাটক যৌথ প্রযোজনায় মঞ্চে আনতে যাচ্ছে ‘পেণ্ডুলাম’। মাসুম রেজার লেখা নাটকটি নির্দেশনা দিচ্ছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। শিগগিরই নাটকটির মঞ্চায়ন হবে বলে জানান নাট্যকার মাসুম রেজা। এই নাটকের মাধ্যমে দুই যুগ পর মঞ্চে ফিরছেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন। আরো অভিনয় করছেন দেশ নাটকের কামাল আহমেদ ও নাজনীন হাসান চুমকী।’ নাট্যদল ‘অনুস্বর’ করোনাকালীনও মঞ্চে এনেছে ‘মূল্য অমূল্য’ ও ‘তিনকড়ি’ নামে দুটি নতুন নাটক। করোনার লকডাউনে মিলনায়তন বন্ধ থাকায় বেশ কিছুদিন নাটক দুটির প্রদর্শনী হয়নি। একাধিক নাট্য প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছে এ নাট্যদলটি। অনুস্বরের প্রধান মোহাম্মদ বারী বলেন, ‘আমাদের নবীন দল ‘অনুস্বর’ করোনার মধ্যেই দুটি নাটক মঞ্চে এনেছে এবং নাটক দুটি দর্শকনন্দিতও হয়েছে।’ আগামী ১-১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০২১’। উৎসবের প্রচার উপকমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘করোনা ভয়কে জয় করে এগিয়ে চলছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি। ১-১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫টি মিলনায়তনে একযোগে আয়োজিত হবে এ উৎসব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এবারের উৎসবকে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে। ১২ দিনব্যাপী এ উৎসবে নাটক, সংগীত, আবৃত্তি, নৃত্য, যাত্রা, পথনাটক, নৃত্যনাটক, মূকাভিনয়, শিশু সংগঠনের পরিবেশনা, বিষয়ভিত্তিক সংগীত-নৃত্য-আবৃত্তি প্রযোজনা, গম্ভীরা, ধামাইল ও বাউল গান পরিবেশিত হবে। এবারের উৎসবে ১৩০টি সাংস্কৃতিক সংগঠনের প্রায় সাড়ে তিন হাজার শিল্পী অংশগ্রহণ করবেন। শিল্পকলা একাডেমিসহ ঢাকার সব কয়টি মহড়া কক্ষ এখন সংস্কৃতিকর্মীদের পদচারণায় মুখর। উৎসব আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত বিভিন্ন উপকমিটির সদস্যরা।’ এদিকে গত ১৭ সেপ্টেম্বর নাটকের দল ‘আপস্টেজ’ মঞ্চে এনেছে ‘স্বপ্নভুক’। সৈয়দ শামসুল হকের ‘জনক ও কালোকফি’ উপন্যাস অবলম্বনে নাটকটি নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। অন্যদিকে ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হয় ‘সারারাত্তির’ নাটকের। এই নাটকটি মঞ্চে এনেছে চট্টগ্রামের নাটকের দল ‘প্রসেনিয়াম’। বাদল সরকারের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন মোকাদ্দেম মোরশেদ।
:: শাহনাজ জাহান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়