অভিযুক্ত ইভ্যালির ১০ কর্মকর্তা : ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ

আগের সংবাদ

উজানে খরা ভাটিতে দখল-দূষণ : বিশ্ব নদী দিবস আজ

পরের সংবাদ

‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গান গেয়ে মুগ্ধ করেছে অসংখ্য মানুষকে। দেশে-বিদেশে রয়েছে তার অগণিত ভক্ত-অনুরাগী। তিনি শায়ান চৌধুরী অর্ণব। এবার এই শিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে ৭০ মিনিটের তথ্যচিত্র। গত বৃহস্পতিবার চরকিতে মুক্তি পেয়েছে আবরার আতহারের মিউজিক্যাল অরিজিনাল ‘আধখানা ভালো ছেলে, আধা মস্তান’। এ চলচ্চিত্রের বিষয় গায়ক ও সংগীত পরিচালক অর্ণব। তথ্যচিত্রে রয়েছে অর্ণবের গাওয়া জনপ্রিয় ১২টি গানের নতুন সংগীতায়োজন। সেই সঙ্গে জানা যাবে অর্ণবের জীবনের কিছু অজানা গল্প, যা শোনাবেন খোদ অর্ণব ও তার কাছের মানুষেরা। জীবনের ২০ বছর ছবি আঁকা আর ২০ বছর সংগীত নিয়ে কেটেছে অর্ণবের। বিয়ে করেছেন কলকাতার মেয়ে সুনিধিকে। ব্যক্তিজীবনের নানা বিষয় উঠে এসেছে এই তথ্যচিত্রে। কয়েক মাস আগে শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলকাতায় গিয়েছিলেন অর্ণব। সেখানে গিয়ে করোনার লকডাউনের কারণে কিছুদিন থেকে যান। তখনই মূলত আবরার তথ্যচিত্রের পরিকল্পনা করেন। এই সময়টাতে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী সুনিধি। অর্ণব বলেন, দার্জিলিং, লামাহাট্টাতে গেলাম। আগেও সুনিধি, বন্ধুবান্ধব, কাজিনরাসহ গিয়েছিলাম। এবার শুধু আমরা দুজন ঘুরতে গেছি।’ দেশের ফিরেই করোনার টিকা নিয়েছেন অর্ণব। পাশাপাশি জানালেন নতুন সিনেমার খবর। তথ্যচিত্রে অভিনয় নিয়ে কিছুটা চিন্তিত এই গায়ক। তিনি বলেন, ‘নিজেকে পর্দায় দেখা তা আবর নিজেরই চরিত্রে। সেটা একটু বিব্রতকর।’ তবে এই তথ্যচিত্রে অর্ণবকে পাওয়া যাবে বলে জানান তিনি। স্কুলে ক্লাস টেনে থাকতে একবার রবীন্দ্রনাথের ‘বিসর্জন’ নাটকে অভিনয় করেছিলেন অর্ণব। নাটকে জয়সিংহ চরিত্রে তাকে দেখা গিয়েছিল। সেটাই তার মঞ্চে অভিনয় করা। তারপর গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। হয়েছেন দেশের তারকা সংগীতশিল্পী। কিন্তু অভিনয় আর করেননি। এবার নিজেকে নিয়ে তথ্যচিত্রে তাকে ক্যামেরার সামনে কিছুটা অভিনয় করতে হয়েছে। অর্ণব বলেন, ‘ঠিক অভিনয় করা হয়নি। আমি যেমন, তেমনটাই করতে চেষ্টা করেছি।’ এদিকে তথ্যচিত্রটি মুক্তির ঠিক আগের দিন প্রকাশ হয় ট্রেলার। ১ মিনিট ৩৭ সেকেন্ডের সেই ট্রেলারে কিছুটা চেনা, কিছুটা অচেনা অর্ণবকে সামনে নিয়ে এলেন আবরার। সেই ট্রেলারে আগেই বার্তা দেয়া হয় কেমন হবে তথ্যচিত্রটি। ট্রেলারে দেখা যায় ব্যক্তি অর্ণবের অজানা গল্প, মাঝখানে হারিয়ে যাওয়ার গল্প, তার গাওয়া ‘হোক কলরব’ গানটি পশ্চিম বঙ্গের ছাত্রদের আন্দোলনে কীভাবে প্রেরণা হয়ে কাজ করেছে- তার গল্প। অর্ণব ও আবরারের মা পুরনো বন্ধু। আবরারের স্ত্রী আনির আবার অর্ণবের বন্ধু সেই ছোটকাল থেকে। আনুশেহ আনাদিল আনিরের খালাতো বোন। অর্ণব-আনুশেহ-আনির তিনজনই বড় হয়েছেন একই সঙ্গে। আবরার ড্রামস বাজাতেন। অর্ণবের সঙ্গে তার বন্ধুত্বও বহুদিনের। এভাবেই ঘুরেফিরে অর্ণব ও আবরারের চেনাজানা শৈশব-কৈশোরের পুরোটা জুড়ে। এবার আবারার ক্যামেরায় তুলে ধরলেন অর্ণবকে। সঙ্গে তাদের বন্ধুত্বের গল্পও। নির্মাতা আবরার বলেন, ‘সে আমার বন্ধু, বড় ভাই। তাকে অনেক দিন থেকে চিনি। কিন্তু আমার মনে হয়েছে তার আধখানা জানি, চেষ্টা করেছি বাকিটাও জানতে।’ নির্মাতা আগেই জানিয়েছেন, ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’ এ থাকবে অর্ণবের গাওয়া জনপ্রিয় ১২টি গানের নতুন সংগীতায়োজন। সেই সঙ্গে জানা যাবে অর্ণবের জীবনের কিছু অজানা গল্প, যা শোনাবেন খোদ অর্ণব ও তার কাছের মানুষেরা। অর্ণবের ‘আধখানা’ গানের লাইন থেকেই ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’ নামটি বাছাই করেছেন আবরার। ঢাকা, মুন্সীগঞ্জ ও কক্সবাজারে সিনেমাটির শুটিং হয়। অর্ণবের সঙ্গে মিউজিক্যাল ফিল্মটিতে দেখা যাবে তার পরিবার ও বন্ধুদের। গানের অংশগুলোয় অর্ণবের সঙ্গে বাজাবেন তার অর্ণব এন্ড ফ্রেন্ডস গানের দলের সদস্যরা। করোনার কারণে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকায় তৈরি থাকা বহু সিনেমা মুক্তি দেয়া সম্ভব হয়নি।
:: হেমন্ত প্রাচ্য

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়