কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আগের সংবাদ

সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনা : টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

পরের সংবাদ

১৬ কোটি টাকা সহায়তা বিগ বির

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৩ নম্বর সিজন। সম্প্রতি এ গেম শোয়ের ‘শানদার শুক্রবার’ এপিসোডে হাজির হতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন ও পরিচালক ফারাহ খানকে। কেবিসির হট সিটে বসা প্রতিটি প্রতিযোগীকেই অমিতাভ জিজ্ঞেস করেন যে শো থেকে যে টাকা তিনি জিতবেন তা তিনি কীভাবে খরচ করতে চান। ফারাহর উদ্দেশেও তাই একই প্রশ্ন রেখেছিলেন ‘শাহেনশাহ’। জবাবে ‘ম্যায় হুঁ না’র পরিচালক জানান, এই শো থেকে তিনি যত টাকা পুরস্কার হিসেবে জিতবেন তার সবটুকু একটি শিশুর চিকিৎসার খরচ হিসেবে দিয়ে দেবেন। ফারাহ আরো জানান, স্পাইনাল মাসকিউলার অ্যাট্রোফি নামের এক বিরল দুরারোগ্য রোগে আক্রান্ত সাত মাসের ওই শিশুটি। অত্যন্ত জটিল স্নায়ুর রোগ এটি, যার ফলে হতে পারে জীবনহানি। তাই শিশুটির যখন বছর দুয়েক বয়স হবে তখন একটি টিকার প্রয়োজন হবে। যা এই মুহূর্তে বিশ্বের সব থেকে দামি ওষুধ! শো চলাকালীনই স্ক্রিনে ফুটে ওঠে আয়াংশ নামের ওই ছোট শিশুটি এবং তার মায়ের একটি ভিডিও। সেখানে জানা যায় ওই বিরল রোগ শরীরে বাসা বাঁধার ফলে ধীরে ধীরে পা নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছে শিশুটি। একমাত্র জোলগেনসমা নামের একটি ওষুধের টিকা পেলেই সুস্থ হয়ে উঠবে শিশুটি। ওষুধটি মূল্য প্রায় ১৬ কোটি! তা শুনে অমিতাভ বলে ওঠেন, ‘আমি জানি না এই মুহূর্তে এরকম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই কথাটা আমার বলা উচিত হচ্ছে কি না। কিন্তু আমি এই শিশুটির চিকিৎসার জন্য কিছু করতে চাই। যথাসম্ভব টাকা দেব ওই ওষুধটি কেনার জন্য।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়