কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আগের সংবাদ

সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনা : টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

পরের সংবাদ

পঁচাত্তর বছরে ৭৫ শিল্পীর কণ্ঠে ‘জন গণ মন’

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : স্বাধীনতার পঁচাত্তর বছরে পঁচাত্তর জন বিশিষ্ট শিল্পীর সমন্বয়ে শ্রæতিবৃত্ত’র নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন গণ মন’র পূর্ণাঙ্গ গানটি প্রকাশ করার অভিনব উদ্যোগ নিয়েছেন শুভদীপ চক্রবর্তী ও চিরন্তন ব্যানার্জি। শুভদীপ-চিরন্তনের পরিচালনায় সাঙ্গীতিক এই প্রয়াসে শামিল হয়েছেন উষা উত্থুপ, অনুপম রায়, ইমন চক্রবর্তী, লগ্নজিতা, সোমলতা, ইন্দ্রানী সেন, জোজো, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, সুরজিৎ, সিধু, প্রবুদ্ধ রাহা, অদিতি গুপ্ত, সাহেব চট্টোপাধ্যায়, মনোজ মুরলি নায়ার, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, শমীক পাল, মেখলা, সিসপিয়া, সোহিনী, তথাগত, পর্ণাভ, দেবজিৎ, দীপাবলি, আরশাদ, গুরুজিৎসহ এ প্রজন্মের সব সংগীতশিল্পী। শামিল হয়েছেন বাচিক শিল্পীদের মধ্যে সতীনাথ মুখোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত, প্রণতি ঠাকুর, শোভনসুন্দর বসু, রায়া ভট্টাচার্য, মধুমিতা বসু, মৌনিতা চ্যাটার্জি, অন্তরা দাস প্রমুখ। চলচ্চিত্র অঙ্গনের শিল্পীদের মধ্যে চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায়, পরিচালক গৌতম ঘোষ কণ্ঠ মিলিয়েছেন এই গানে। রয়েছেন নৃত্যগুরু থাঙ্কমনি কুটটি ও তনুশ্রী শংকর, ডোনা গাঙ্গুলীদের সঙ্গে অর্ণব বন্দ্যোপাধ্যায়, দীপতাংশু পাল, গার্গী নিয়োগী, রুদ্রাভ নিয়োগী, ঝিনুক মুখার্জি, শতাব্দী আচার্য, রুমেলি, কঙ্কনা, অপরূপাসহ বিভিন্ন ঘরানার নৃত্যশিল্পীরা। সংগীত পরিচালনা করেছেন চিরন্তন। শুভদীপের ভাবনায় এই কাজের মধ্যে উঠে এসেছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চিরকালীন বার্তা। দৃশ্যনির্মান ও সম্পাদনা করেছেন অরুনাভ খাসনবিস। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আজাদী কি অমৃত মহোৎসব অনুষ্ঠানে এই নির্মানটি পরিবেশিত হয়েছে। গানটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য মাননীয় সত্যম রায়চৌধুরী। গানটি পরিবেশন করেন আড্ডাটাইমস। শুভদীপ-চিরন্তনের আরো বেশকিছু পরিকল্পনা রয়েছে স্বাধীন ভারতের হীরকজয়ন্তী উজ্জাপনকে কেন্দ্র করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়