মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে মদ পানে যুবকের মৃত্যু

আগের সংবাদ

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা

পরের সংবাদ

কমছে সিঙ্গেল স্ক্রিন, বাড়ছে মাল্টিপ্লেক্স

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : দেশে দুই ধরনের সিনেমা হলের দুই রকম চিত্র। একদিকে একের পর এক পুরনো এবং ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আরেক দিকে মাল্টিপ্লেক্স একের পর এক নতুন শাখা বাড়িয়ে যাচ্ছে। রাজধানীর পুরনো ও নামকরা সিনেমা হলগুলোর মধ্যে অন্যতম নিউমার্কেট এলাকার বলাকা ও মতিঝিল এলাকার মধুমিতা সিনেমা হল। দুটি সিনেমা হলই এখন বন্ধ। কবে খুলবে, তার নিশ্চয়তা নেই। সনি সিনেমা মালিক মোহাম্মদ হোসেন বলাকা সিনেমা হল নিয়ে বলেছিলেন, ‘বলাকাকে আধুনিক করা হবে। তাই এটা চালু হতে সময় লাগবে।’ অন্যদিকে মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ জানিয়েছিলেন, সেপ্টেম্বরে থেকে চালু হবে মধুমিতা। কিন্তু সেপ্টেম্বরে কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না, তাই হলটি চালুও হচ্ছে না। অনেক দিন থেকেই প্রেক্ষাগৃহটি আধুনিকায়ন করতে চাইছেন নওশাদ। কিন্তু সিনেমা দেখিয়ে যে টাকা আসে তা দিয়ে সিনেমা হল আধুনিক করার কাজকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তিনি। তাই তেমন কিছু না করে যেমন ছিল অনেকটা তেমনই রয়েছে মধুমিতা। প্রদর্শক সমিতির সহসভাপতি মিঞা আলাউদ্দিন জানান, এসব হল খুলতে সময় লাগবে। সহজে খুলছে না। কারণ এসব হল মালিকদের সিদ্ধান্ত নেয়া নিয়ে ঝামেলা আছে। তারা কি হল রাখবেন না ভেঙে ফেলবেন, সেটা তারা নিশ্চিত হতে পারছেন না। তিনি বলেন, ‘সারা দেশে চালু সিনেমা হলের সংখ্যা এখন ৬০টি।’ রাজধানীতে বন্ধ সিনেমা হলের পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ‘পদ্মা, সুরমা, মল্লিকা, গ্যারিসন, সাগরিকা আগেই বন্ধ হয়েছে। পূর্ণিমা, পূরবী, এশিয়া, পর্বত, রাজমণি, আগমন বন্ধ হয়ে গেছে। আরো থাকতে পারে। আজাদ, চিত্রামহল, বিডিআর, আনন্দ, জোনাকি, মুক্তি, সৈনিক ক্লাব, পুনম (রায়েরবাগ) চালু রয়েছে।’ সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে তিনি জানান, আগে মানহীন সিনেমা এবং পরবর্তীতে সিনেমার অভাবের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে সিঙ্গেল স্ক্রিনের যখন এই অবস্থা তখন রাজধানীর মিরপুরে- যেখানে সনি সিনেমা হল ছিল ঠিক সেখানেই স¤প্রতি চালু হয়েছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান জানান, রাজধানীর বাইরে কুমিল্লা, রাজশাহী এবং বগুড়ায় সিনেপ্লেক্সের শাখা চালুর পরিকল্পনা রয়েছে তাদের। মাহবুব রহমান বলেন, ‘আমাদের পরিকল্পনাতেই ছিল যে আমরা সারাদেশে সিনেপ্লেক্স করব। আমরা বাংলা সিনেমার পাশাপাশি হলিউডের সিনেমা দেখাতে পারি। আমাদের সে ক্যাপাসিটি আছে। কিন্তু সিঙ্গল স্ক্রিনগুলো সময়ের সঙ্গে নিজেদের আপগ্রেড করেনি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়