আজ সিনোফার্মের ৫৪ লাখ টিকা আসছে

আগের সংবাদ

শিক্ষাঙ্গনে জেগেছে প্রাণের স্পন্দন

পরের সংবাদ

সত্য খবরের চেয়ে ৬ গুণ বেশি ক্লিক পড়ে গুজবে

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ফেসবুকে প্রকৃত খবরের চেয়ে ছয় গুণ বেশি এনগেজমেন্ট পায় গুজব। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি ও ফ্রান্সের ইউনিভার্সেতে গ্রোনোব আলপের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আগস্ট ২০২০ থেকে জানুয়ারি ২০২১ সময় পর্যন্ত আড়াই হাজারেরও বেশি সংবাদ প্রকাশকের ফেসবুক পেজ বিশ্লেষণ করে গবেষকরা দেখেন, প্রতিনিয়ত ভুল তথ্য প্রকাশ করে যাওয়া পেজগুলোয় বেশি লাইক-শেয়ার-কমেন্ট পায়। বর্ধিত এ এনগেজমেন্ট রাজনৈতিক অঙ্গনের ক্ষেত্রেও দেখা গেছে। ডানপন্থী প্রকাশকরা অন্যদের চেয়ে বিভ্রান্তিকর তথ্য বেশি ছড়াচ্ছেন।
চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় ইন্টারনেট মেজারমেন্ট কনফারেন্সে এ গবেষণা উপস্থাপন করা হবে। তবে গবেষক লরা এডেলসন জানিয়েছেন, তার আগেও গবেষণাটি প্রকাশ হতে পারে।
এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র জানান, গবেষণাটি শুধু এনগেজমেন্টের ওপর করা হয়েছে, রিচ এখানে গুরুত্ব পায়নি।
সূত্র : ওয়াশিংটন পোস্ট

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়