কারচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

আগের সংবাদ

শঙ্কা নিয়ে আনন্দের পাঠে ফেরা

পরের সংবাদ

জামিল আহমেদের পাঠশালায়

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দেশের প্রখ্যাত নাট্যনির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদের তত্ত্বাবধানে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে অভিনয় কর্মশালা। এর আয়োজন করেছে ইনডিপেনডেন্ট থিয়েটার কালেক্টিভ, স্পর্ধা। এই অভিনয়-বিষয়ক কর্মশালার মুখ্য প্রশিক্ষক হিসেবে রয়েছেন সৈয়দ জামিল আহমেদ। ইতোমধ্যে কর্মশালায় যোগ দিয়েছেন থিয়েটার, টেলিভিশন ও সিনেমায় নিয়মিত কাজ করা অনেক তরুণ অভিনয়শিল্পী। এর মধ্যে পর্দায় অভিনয় করে তারকাখ্যাতি পাওয়া অনেকেও আছেন। টেলিভিশনে অভিনয় করে খ্যাতি পেয়েছেন আশনা হাবিব ভাবনা। এই অভিনেত্রীও অভিনয় শিখতে সাত দিনের কর্মশালা করেছেন। এই ৭ দিন এখন পর্যন্ত ভাবনার জীবনের সেরা সময় বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এই সময়ে তিনি আবার নিজেকে ফিরে পেয়েছেন। পেয়েছেন শক্তি ও অনুপ্রেরণা। এ অভিনেত্রী নিজেকে নতুন করে ফিরে পাওয়া নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘তিনি খুবই হতাশ ও বিষণ্ন ছিলেন। প্রতি রাতে অভিনয়ের জন্য কান্নাকাটি করতেন, কাজ এবং চারপাশের নানা কিছুও তাকে ভাবাত। ভাবনা বললেন, ‘সবাই সবাইকে টক্কর দেয়ার চেষ্টায় আছে। সবাই সবাইকে ছোট করার চেষ্টা করছে। অস্বস্তিতে ফেলারও চেষ্টা করছে। এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে সবার মধ্যে। কিন্তু আমার চেষ্টা ভালো অভিনয় করা। প্রতিনিয়ত নিজেকে একজন ভালো অভিনয়শিল্পী হিসেবে গড়ে তোলার চেষ্টা। কিন্তু আমি ভীষণ মর্মাহত ছিলাম।’ ভাবনা ছাড়াও জামিল আহমেদের পাঠশালায় কর্মশালা করেছেন মৌটুসী বিশ্বাস, কাজী নওশাবা আহমেদ, সাবিলা নূর, ইয়াশ রোহান, নাযিফা তুষি, শর্মিমালা, মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন শিলা, কান চলচ্চিত্র উৎসব থেকে ঘুরে আসা নির্মাতা আরিফ বিজন, অ্যাপেল বক্স প্রোডাকশনের পরিচালক রাকাসহ অনেক তারকা। এছাড়া থিয়েটারে নিয়মিত কাজ করা শিল্পীরাও অংশ নিয়েছেন এই কর্মশালায়। অভিনেত্রী নওশাবা, মৌটুসী বিশ্বাসসহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় কর্মশালা নিয়ে পোস্ট লিখেছেন। তাদের অনেকের মাঝেই কর্মশালায় অংশ নিতে পারার উচ্ছ¡াস। এদিকে কর্মশালার আয়োজন প্রতিষ্ঠান স্পর্ধা থেকে জানানো হয়, এ কর্মশালা একটি চলমান প্রক্রিয়া। অনেক দিন ধরেই তারা কর্মশালার আয়োজন করে আসছেন। তরুণদের সাড়াও অভাবনীয়। কখনো কখনো একই কর্মশালা একাধিকবারও আয়োজন করতে হয়। স্পর্ধার মহসিনা আক্তার বলেন, ‘একবার ২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ১৬০টি। যারা শিখতে চায়, তাদের হতাশ করা ঠিক হবে না, ভেবেই আমরা সেবার একই কর্মশালা চারবার করেছিলাম। এবারও অভিনয়ের কর্মশালাটি দুবার করতে হয়েছে।’ কর্মশালার গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই প্রশিক্ষণ ছাড়াই কাজ শুরু করে দেন। তবে ভালো কাজের জন্য প্রশিক্ষণ খুব জরুরি। সেটা মাথায় রেখেই এই আয়োজন। বিভিন্ন সময় নতুন প্রোডাকশনের জন্য আমাদের ট্রেইন্ড অভিনেতা দরকার হয়। আমরা মনে করি, এই কর্মশালাগুলো আমাদের ভবিষ্যতের পুঁজি। তা ছাড়া যারা শিখতে আসছেন, কোথাও না কোথাও তারাও ছোট ছোট অবদান রাখবেনই।’
:: হেমন্ত প্রাচ্য

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়