ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আগের সংবাদ

পয়েন্ট হারিয়ে চাপে ফ্রান্স-স্পেন : বিশ্বকাপ বাছাই

পরের সংবাদ

ফেসবুক নিউজফিডে রাজনৈতিক কনটেন্ট কমিয়ে দিচ্ছে

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নিউজফিডে রাজনৈতিক কনটেন্ট কমিয়ে দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল ও ইন্দোনেশিয়াতে এর পরীক্ষামূলক প্রচার চালানো হয়। এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে অ্যাক্সিওস। বর্তমানে কোস্টারিকা, সুইডেন, স্পেন ও আয়ারল্যান্ডে এ পরীক্ষা চালাতে চায় মার্কিন প্রযুক্তি জায়ান্ট।
মুখপাত্র বলেন, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতেই এসব পরিবর্তন আনা হচ্ছে। ফেসবুকের কোন অংশ ব্যবহারকারীদের বেশি সুবিধা দিচ্ছে সেগুলো নিয়ে আমরা গবেষণা পরিচালনা করে থাকি। কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিংবা আকর্ষণীয় পোস্ট নির্ধারণে গ্রাহকদের মতামত অন্যদের তুলনায় ভালো কার্যকর বলে জানিয়েছে ফেসবুক। ফলে ব্যবহারকারীদের অংশগ্রহণ বিষয়ে কিছু পরীক্ষা চালাবে। ব্যবহারকারী রাজনৈতিক বিষয়বস্তুতে কীভাবে কমেন্ট করতে চায় বা শেয়ার করতে চায় সে বিষয়ে কম গুরুত্ব দেয়া হয়েছে।
সূত্র : এনগ্যাজেট

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়