তথ্যমন্ত্রী : বিদেশি টিভির ক্লিন ফিড ৩০ সেপ্টেম্বর থেকে

আগের সংবাদ

দখল চলছেই, উদ্ধার গতিহীন > বুড়িগঙ্গার আদি চ্যানেল : বহুতল ভবনের বদলে ভাঙা হয়েছে ১০টি টিনের ঘর

পরের সংবাদ

স্বপ্নের নায়কের নায়িকারা

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

অভিনয় ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন নয়ের দশকের নন্দিত চিত্রনায়ক সালমান শাহ। ক্ষণজন্মা এই অভিনেতার ক্যারিয়ারে কজন চিত্রনায়িকা তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। তালিকায় রয়েছেন মৌসুমী, শাবনূর, শাবনাজ, লিমা, বৃষ্টি, শিল্পী, শাহনাজ, শ্যামাসহ আরো অনেকে। সে সময় অনেক নায়িকারই স্বপ্ন ছিল সালমানের সঙ্গে জুটি বাঁধা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি চলে যান না ফেরার দেশে। তার মৃত্যু আজও রহস্য। সালমান শাহর প্রয়াণ দিবসকে স্মরণ করে তারই কয়েকজন নায়িকার খোঁজ দিচ্ছে মেলা

ক্যারিয়ারে ক’জন চিত্রনায়িকা সালমান শাহর বিপরীতে অভিনয় করলেও সালমান শাহ-শাবনূর জুটি দীর্ঘস্থায়ী হয়। এ জুটির মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোও ব্যবসায়ীকভাবে সফল। ১৯৯৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহান নির্মাণ করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’। এ সিনেমার মাধ্যমে দুই নতুন মুখ সালমান শাহ ও মৌসুমীকে উপহার দেন তিনি। পরের বছরই অর্থাৎ ১৯৯৪ সালে সালমানের বিপরীতে ‘অন্তরে অন্তরে’ ও ‘স্নেহ’ সিনেমায় দেখা যায় মৌসুমীকে। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ‘দেনমোহর’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেন মৌসুমী। সহ-শিল্পীর বাইরেও এ জুটির মধ্যে ভালো বন্ধুত্ব ছিল।
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল জুটি সালমান শাহ ও শাবনূর। চিত্রপরিচালক জহিরুল হক ১৯৯৪ সালে নির্মাণ করেন ‘শুধু তুমি’। এতে সালমানের বিপরীতে অভিনয় করেন শাবনূর। এ চলচ্চিত্রের সাফল্যের পর শাবনূরের সঙ্গে সালমানের জুটি স্থায়ীভাবে দর্শক হৃদয়ে জায়গা করে নেয়। এরপর তারা জুটি বেঁধে অভিনয় করেন ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রæ, ‘বুকের ভিতর আগুন’ চলচ্চিত্রে। সালমান শাহর জীবনের শেষ চলচ্চিত্রেও অভিনয় করেন শাবনূর।
পরিচালক জীবন রহমান ১৯৯৪ সালের শেষের দিকে নির্মাণ করেন ‘প্রেম যুদ্ধ’। এতে সালমানের বিপরীতে অভিনয় করেন লিমা। পরের বছর দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করেন ‘কন্যাদান’। এতেও সালমানের বিপরীতে অভিনয় করেন লিমা। ১৯৯৫ সালে পরিচালক হাফিজউদ্দিন ‘আঞ্জুমান’ চলচ্চিত্র নির্মাণ করেন। এতে সালমানের বিপরীতে অভিনয় করেন শাবনাজ। মুক্তির পর চলচ্চিত্রটি সুপারহিট হয়। পরবর্তীতে ‘আশা ভালোবাসা’ ও ‘মায়ের অধিকার’ চলচ্চিত্রেও জুটি বেঁধে অভিনয় করেন সালমান-শাবনাজ। রানা নাসের নির্মাণ করেন ‘প্রিয়জন’ নামে চলচ্চিত্র। এতে সালমানের বিপরীতে অভিনয় করেন শিল্পী। এটি মুক্তি পায় ১৯৯৬ সালে। ছটকু আহমেদ নির্মিত ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্রটি ১৯৯৬ সালে মুক্তি পায়। এতে সালমানের বিপরীতে অভিনয় করেন শাহনাজ। চিত্রপরিচালক মালেক আফসারী ১৯৯৬ সালে নির্মাণ করেন ‘এই ঘর এই সংসার’। এতে সালমানের বিপরীতে অভিনয় করেন নবাগত বৃষ্টি। এটিই ছিল এ নায়িকার প্রথম ও শেষ চলচ্চিত্র।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়