প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

সর্বোচ্চ রেটিং পেল ব্র্যাক ব্যাংক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কোভিড-১৯-এর চলমান অস্থিরতার মধ্যেও ব্র্যাক ব্যাংক মুডিস ইনভেস্টরস সার্ভিস থেকে স্থিতিশীল রেটিং বজায় রেখেছে। বিশ্বের বিগ থ্রি ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর একটি, মুডিস, ব্র্যাক ব্যাংকের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির যে আভাস সেটি নেতিবাচক থেকে স্থিতিশীল মূল্যায়ন করেছে। এছাড়া মুডিস এ নিয়ে পঞ্চমবারের মতো ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থানীয় ও বৈদেশিক মুদ্রা আমানত এবং ইস্যুকারী ‘বিএ৩’ রেটিং নিশ্চিত করেছে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, কোভিড-১৯-এর কঠিন কঠিন সমস্যার মোকাবিলা করে এই অর্জনে আমরা আনন্দিত। ব্র্যাক ব্যাংকের একটি শক্ত ভিত্তি, আর্থিক স্থিতিশীলতা এবং বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনার রেকর্ড রয়েছে এবং আমরা সেই ধারা, এমনকি কঠিন পরিস্থিতির মধ্যেও, অব্যাহত রাখতে প্রতিশ্রæতিবদ্ধ। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়