প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

দূরত্ব

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পৃথিবী থেকে চাঁদের দূরত্বটাই যেন
তোমার-আমার। চাঁদকে ধরতে যখন হাত বাড়াই,
চাঁদ আমায় দেখে উচ্চহাসে। আকাশ যেন ক্রমে
উপরে ওঠে। মেঘ আমায় ভেঙচি কাটে। বোকা
বলে উপহাস করে।

নক্ষত্র আমার আকাক্সক্ষাকে তাড়িয়ে দেয়।
সমুদ্র আমায় আহ্বান করে। শূন্য আকাশে
আমার মৃত্যুর দূত প্রেরণ করে। বৃক্ষলতা
আমায় ভেবে মুচকি হাসে। পাখপাখালি
আমার দুঃখে বিরহের গান গায়। শিল্পী আমার
বেদনায় ছবি আঁকে।

আমি প্রেমিক! পথিকের মতো তোমায় খুঁজি।
আমি ভাবুক! ভবঘুরে হয়ে আকাশ দেখি।
আমি কবি! একাকী রাতে কবিতা লেখি।
আমি দুঃখী! রাতের আকাশে মেঘ হয়ে উঠি।
আমি কান্না! বৃষ্টি হয়ে ভূমিতে নামি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়