প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির মায়ের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের মা মিসেস খুরশিদা বেগম (৭০) মারা গেছেন। গত শনিবার রাত ১টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন তিনি। কোভিডমুক্ত হয়েও বেশ কিছুদিন যাবৎ লাইফ সাপোর্টে ছিলেন। বিজ্ঞপ্তি।
উপাচার্যের মা-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার স্বামী তোফাজ্জল হোসেন ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।
গতকাল রবিবার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় মিরহর গ্রামে বাদ আছর পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়