জাসদের পাল্টা প্রশ্ন : ১৫ আগস্ট সেলিম মার্কিন দূতাবাসে কী করছিলেন

আগের সংবাদ

কারা এই আইএস-কে? আফগানিস্তানে সক্রিয় নৃশংসতম জঙ্গিগোষ্ঠীর কাবুলে হামলার দায় স্বীকার

পরের সংবাদ

হিলিতে বেড়েছে চিনি ও তেলের দাম

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে খোলা চিনি ও ভোজ্যতেলের দাম। সরবরাহ কম থাকায় পণ্য দুটির মূল্যবৃদ্ধি পাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
হিলির ভোগ্যপণ্যের বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম ৬টাকা করে বেড়েছে। তবে মোড়কজাত চিনির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে খোলা তেলের দাম কেজিতে ৩ টাকা করে বেড়েছে। হঠাৎ করে পণ্য দুটির মূল্য বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা। প্রতিটি দোকানেই বাড়তি দামে চিনি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও প্রতি কেজি খোলা চিনি ৭২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে দাম বেড়ে প্রতি কেজি চিনি ৭৮ টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল আগে প্রতি লিটার ১৩২ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৩৫-১৩৬ টাকায়। এ ব্যাপারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, পণ্যের মূল্য যেন স্থিতিশীল থাকে সেজন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। অপ্রয়োজনে ও অকারণে কেউ যেন কোনো পণ্যের মূল্যবৃদ্ধি করে জনগণকে ভোগান্তিতে ফেলতে না পারে সে ব্যাপারে নজর রাখছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়