মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

সম্মোহন

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সকাল হতেই হন্তদন্ত হয়ে রাজারহাটের দিকে ছুটে চলেন ফাহাদ সাহেব। বক্তৃতা ও আবৃত্তিতে বেশ খ্যাতি তার।
কয়েকটা জাতীয় অ্যাওয়ার্ডও তার প্রাপ্তির ঝুলিতে আছে।
বাসে ওঠার সময় একটা অনাথ শিশু দুই টাকার জন্য পথ আগলে দাঁড়াতেই ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন তিনি।
বাসে ওঠার পর পাঁচ টাকার জন্য বাস কন্ডাক্টরের সঙ্গেও একদফা ঝগড়া হয় তার।
বাস থেকে নেমে একটা দোকানে চা খেতে ঢোকেন ফাহাদ সাহেব।
দোকানের পিচ্চি কর্মচারীটার হাত ছলকে সামান্য একটু চা তার শার্টে পড়তেই ঘটে তুলকালাম কাণ্ড। ঠাস করে একটা চড় বসিয়ে দেন কর্মচারীর গালে। তারপরই ছোটেন গন্তব্যের দিকে।
একটু পরই শুরু হবে ‘মানুষ মানুষের জন্য’ শিরোনামের একটি আন্তর্জাতিক সেমিনার। ফাহাদ সাহেবও সেই অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
যথাসময়ে অনুষ্ঠান শুরু হয়। ফাহাদ সাহেব স্টেজে উঠেই ‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহীয়ান’ কবি নজরুলের দুটি লাইন বলে বক্তব্য শুরু করেন। করতালিতে মুখরিত হয় পুরো গ্যালারি।
:: রাজারহাট, কুড়িগ্রাম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়