মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

শেয়ার দর বাড়ার শীর্ষে আজিজ পাইপস

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকার রবিবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৭টির বা ৬৫.৬৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল আজিজ পাইপসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত বৃহস্পতিবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৯ টাকায়। গতকার লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩০.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১১.৯০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ৯.৯৬ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ৯.৯০ শতাংশ।
মেট্রো স্পিনিংয়ের ৯.৮৯ শতাংশ, রিং শাইনের ৯.৮৪ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৯.৮২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯.৬৬ শতাংশ, সাউথ বাংলা ব্যাংকের ৯.৬৫ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯.০২ শতাংশ এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৩৩ শতাংশ বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়