মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

বাজার মূলধন ছাড়াল ৫ লাখ কোটি টাকা

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পুঁজিবাজারে আবারো একদিনে চারটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন প্রথমবারের মতো সাড়ে ৫ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ৫৪ হাজার ৪৩৯ কোটি টাকায় উন্নীত হয়েছে। এটি পুঁজিবাজারের ইতিহাসে বাজার মূলধনের সর্বোচ্চ অবস্থান। বাজার মূলধনের পাশাপাশি ডিএসইর প্রধান সূচকসহ তিনটি সূচকই সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে।
এদিকে গতকাল ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৯০ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ১৯০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৪৭টির, কমেছে ৯৬টির এবং ৩৩টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকা।
আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২১৮ কোটি ৮৮ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৪২ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭৯ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫১ পয়েন্টে উঠে আসে।
এদিন আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২৪টি কোম্পানির ৪ কোটি ৬৬ লাখ ২৭ হাজার ২৬২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির কোম্পানির শেয়ারের দাম।
দিন শেষে সিএসইতে ১০০ কোটি ৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৯৯ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯২১ পয়েন্টে উন্নীত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়