মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

প্রতিবাদ সমাবেশে বক্তারা : সিআরবি নিয়ে কিছু নব্য রাজাকার ষড়যন্ত্র করছে

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : মুক্তিযুদ্ধের সময় যেমন দেশ স্বাধীন করার জন্য গুটিকয়েক রাজাকার আলবদর বাদে আপামর জনগণ স্বাধীনতার পক্ষে সংগ্রাম করেছিল, একইভাবে সিআরবি রক্ষার আন্দোলনেও গুটিকয়েক নব্য রাজাকারের জন্ম হয়েছে, যারা চট্টগ্রামের মানুষের প্রাণের দাবিকে উপেক্ষা করে সিআরবিতে হাসপাতাল নির্মাণের হীন চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণ যখন জেগে ওঠে, তখন সব প্রতিরোধ বালির বাঁধের মতো ভেসে যায়। একইভাবে সিআরবি রক্ষার আন্দোলনে জনতার জোয়ারের কাছে হাসপাতাল নির্মাণের নামে পুরো সিআরবিকে গ্রাস করতে ষড়যন্ত্রকারী চক্রের পতন এ চট্টগ্রামের মাটিতেই হবে। গতকাল রবিবার নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক অবস্থান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, প্রয়োজনে সিআরবিতে রক্তের বন্যা বইবে, তবু সিআরবিকে কোনো বেনিয়া গোষ্ঠীর হাতে তুলে দেব না। চট্টগ্রামের মানুষকে রক্তচক্ষু দেখিয়ে লাভ হবে না। ব্রিটিশ আমল থেকে মহান মুক্তিযুদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করা পর্যন্ত চট্টগ্রামবাসী রক্তচক্ষুকে উপেক্ষা করেই রাজপথে নেমেছে, আন্দোলন করেছে ও বিজয় ছিনিয়ে এনেছে। সিআরবি বাঁচাও আন্দোলনেও জিতবে চট্টগ্রামের মানুষ। কারণ সিআরবি চট্টগ্রামবাসীর ফুসফুস। এ ফুসফুসকে ধ্বংস করে হাসপাতাল নির্মাণ করতে দেব না আমরা। এ দাবি আদায়ে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে আমরা অবিচল।
নাগরিক সমাজ, চট্টগ্রামের কো-চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম, চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. সরফরাজ খান বাবুল। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি হোসাইন কবির, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, মুক্তিযোদ্ধা পরিবারের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, নাগরিক সমাজ, কবি ও সাংবাদিক ঋত্বিক নয়ন, যুবলীগ নেতা জয়শংকর সরকার, নারী নেত্রী হাসিনা আক্তার টুনু, মো. আবছার চৌধুরী, প্রভাষক মিনু মিত্র, এডভোকেট রাশেদুল আলম রাশেদ, ছাত্রলীগ নেতা মোর্শেদুল আলম চৌধুরী, মোহাম্মদ শওকত, মায়মুন উদ্দীন মামুন, জাহেদ অভি, বশিরউল্লাহ লিটন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নারায়ণ চন্দ্র দাশ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়