মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

ঢামেক হাসপাতাল : রোগীর স্বজনদের অজ্ঞান করে অর্থ ও মোবাইল ফোন লুট

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রোগীর স্বজনদের জুস খাইয়ে অচেতন করে টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে গতকাল রবিবার সকালে প্রতারণার এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সুমি (২২) গাইনিজনিত সমস্যার কারণে গত ২০ আগস্ট ঢামেক হাসপাতালে ২১২ গাইনি ওয়ার্ডের ৫ নম্বর বেডে ভর্তি হন। রোগীর আত্মীয় হাসিবুল হোসেন শুভ জানান, অসুস্থ সুমির দেখভালের জন্য তার নানী জহুরা খাতুন (৬০) মামা আমির হোসেন (৩৫) ও বোন সুমনা (২০) হাসপাতালে তার সঙ্গে ছিলেন। গত শনিবার রাতে ২১২ নম্বর ওয়ার্ডের বারান্দায় ছিলেন তারা। তখন এক নারী এসে ৩ জনের সঙ্গে গল্প করা শুরু করেন। একপর্যায়ে রাতে তাদের তিনজনকে কৌশলে জুস খেতে দেন। এরপরই তারা অচেতন হয়ে পড়েন। তবে রাত দেখে অন্যরা মনে করেন তারা সবাই ঘুমিয়ে রয়েছেন। কিন্তু সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে দেখা যায় তারা অচেতন। ওই তিনজনের কাছে থাকা ২টি মোবাইল ফোন ছাড়াও ৫-৬ হাজার টাকা পাওয়া যাচ্ছে না। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, বিষয়টি হাসপাতাল পরিচালক ও শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, রোগীর স্বজনদের সঙ্গে ওই নারীর আগে পরিচয় ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়