মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

জাতীয় শোক দিবস : কিশোরগঞ্জে দুস্থদের মাঝে খাবার বিতরণ জনতা ব্যাংকের

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও কোভিড-১৯ পিড়িত আয়বঞ্চিত অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়। গতকাল রবিবার বিকালে কিশোরগঞ্জ জেলার গুরুদয়াল সরকারি কলেজ মিলনায়তনে জনতা ব্যাংকের পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়। বিজ্ঞপ্তি।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। জনতা ব্যাংক কিশোরগঞ্জ এরিয়া অফিসের এজিএম-ইনচার্জ মোবারক হোসেন সরকারের সভাপতিত্বে ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান খান সম্মানীয় অতিথি এবং উপমহাব্যবস্থাপক মো. আবদুর রহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ জনতা ব্যাংকের স্থানীয় নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়