অভিনন্দন জানাল প্রজ্ঞা : রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের অযোগ্য তামাক কোম্পানি

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি গায়েব, তদারকি নেই : গণপরিবহন, দোকান, কাঁচাবাজার, বিনোদন কেন্দ্রে চলাচল স্বাভাবিক

পরের সংবাদ

ডেঙ্গু প্রতিরোধ : খালি প্লট মালিকদের চিঠি দেয়ার নির্দেশ মেয়র আতিকের

প্রকাশিত: আগস্ট ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাভুক্ত এলাকার খালি প্লট কিংবা জায়গাগুলো যাতে মশার প্রজননস্থলে পরিণত না হয়, সেজন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। প্লট মালিকদের এ সংক্রান্ত চিঠি দেয়া হবে।
গতকাল শনিবার রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, নিজেদের বাসাবাড়িতে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের সুফল মিলেছে দাবি করে আতিক বলেন, তুলনামূলক বিবেচনায় ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। এটিকে শূন্যে কিংবা সহনীয় মাত্রায় নামিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়