বিজিএমইএ : সব স্থলবন্দর দিয়ে ইয়ার্ন আমদানির সুযোগ দাবি

আগের সংবাদ

করের আওতায় আসছেন ব্যাংকের কার্ডধারীরা!

পরের সংবাদ

প্রিমিয়ার ব্যাংকে শোক দিবস পালন

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে উপদেষ্টা মুহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ সভাপতিত্বে প্রিমিয়ার ব্যাংক প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহত সব শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া ব্যাংকারদের মাঝে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে ব্যাংকের প্রধান কার্যালয় এবং অন্যান্য শাখায় এই শোকাবহ দিনটি স্মরণে বৃক্ষরোপণ করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, উপব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়