বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স

আগের সংবাদ

তালেবান আতঙ্কে বিশৃঙ্খলা > আফগানদের দেশ ছাড়ার হিড়িক : উড়ন্ত বিমান থেকে খসে পড়ল তিনজন

পরের সংবাদ

মুজিব রবে বাংলার বুকে

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

একটি দেশে জন্ম তোমার, একটি পরিচয়
স্বাধীনতার ডাক দিয়েছো দূর করেছ ভয়।
বাঙালিরা তোমার ডাকে যুদ্ধে নামে ফের;
পাক-বাহিনী অস্ত্র হাতে যায় পালিয়ে ঢের।

স্বপ্ন তোমার স্বাধীনতার, তুমি স্বাধীন চেতা
আর দেখিনি তোমার মতো বীর-সাহসী-নেতা।
কারাবাসের দীর্ঘ জীবন করলে তুমি ভোগ!
তোমার প্রতি শ্রদ্ধাভরে জানাই দুখের শোক!

নয়-মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ হলো শেষ
লক্ষ প্রাণের বদৌলতে অর্জিত এই দেশ।
সোনার এ দেশ গড়বে বলে যেই গড়েছো ভিত
কিন্তু দেশের অনেক লোকই রইল বিপরীত।

হঠাৎ করেই তোমার বুকে চালায় গুলি আর-
সুকল্পিত ছক এঁকেছে শত্রæ রাজাকার!
বিঁধল বুলেট-বিঁধল গুলি স্বাধীনতার মুখে
শেখ মুজিবুর থাকবে তুমি লক্ষ-কোটি-বুকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়