একাই কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

আগের সংবাদ

বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরি করে পাকিস্তান ও আমেরিকা

পরের সংবাদ

ফের জমজমাট শুটিংপাড়া

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

লকডাউন শিথিল হতে না হতেই ফের প্রাণ ফিরতে শুরু করেছে দেশের শুটিংপাড়ায়। বিভিন্ন শুটিং হাউসে খোঁজ নিয়ে জানা গেছে ১১ আগস্ট থেকেই অনেক হাউস বুকিং দিয়ে রেখেছেন পরিচালক, প্রযোজকরা। ঢাকার অদূরে সাম্প্রতিক সময়ে নির্মিত ‘ফিল্ম ভ্যালি’ নামের নতুন ফিল্ম সিটিতে বেশ কয়েকটি ইউনিট শুটিংয়ের জন্য বুকড করেছে বলে জানান ফিল্ম ভ্যালির নূর জামান রাজা। তিনি বলেন, ‘লকডাউনের আগেই অনেকে শুটিংয়ের জন্য বুকিং দিয়ে রেখেছিলেন। মাঝে লকডাউন শুরু হয়ে যাওয়ায় আর শুটিং হয়নি। তবে অনেক নির্মাতা এসে লোকেশন দেখে গেছেন। চলতি সপ্তাহ থেকে আশা করছি টানা শুটিং চলবে।’ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পাশাপাশি বেশ কিছু নাটক, ওয়েব সিরিজের শুটিং শুরুর খবর পাওয়া গেছে। ঈদুল আজহার আগে একাধিকবার লকডাউনের কারণে নাটক ও চলচ্চিত্রের শুটিং বন্ধ রাখা হয়। লকডাউনের প্রথম দফাতেই বন্ধ হয়ে যায় সিনেমার শুটিং। কিন্তু ঈদের নাটকের কিছু শুটিং করা হয় স্বল্প পরিসরে। তবে ঈদের একদিন পর থেকে টানা লকডাউনের ফলে কোনো ধরনের শুটিংই হয়নি। ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আমরা ছোট পর্দার কাজ করি কিছু সংগঠনের সম্মিলিত অনুমতির ভিত্তিতে। লকডাউন শিথিল হওয়ায় আমরা একটি সভা করেছি। তাতে সিদ্ধান্ত হয়েছে ১১ আগস্ট থেকে নাটকের শুটিং শুরু করা যাবে।’ টিভি নাটকের বেশ কিছু তারকা চলতি সপ্তাহ থেকেই শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ১৭/১৮ আগস্ট থেকে শুটিং শুরু করব।’ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন বলেন, ‘লকডাউনের কারণে শুটিং বন্ধ থাকলেও এখন লকডাউন শিথিল করায় শুটিং শুরু করেছেন অনেকেই।’ নিজের কাজ প্রসঙ্গে শাহিন সুমন বলেন, “ঈদের আগেই আমরা ‘মাফিয়া’ ছবির কিছু কাজ শেষ করেছি। এখানে জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, অর্ষাসহ ছোট পর্দার অনেক জনপ্রিয় তারকা কাজ করছে। তারা ঈদের কাজে ব্যস্ত হয়ে পড়ায় আর শুটিং করতে পারিনি। এখন সবার কাজের চাপ কম। তাই আমার কাজটি এগিয়ে নিচ্ছি। এই লটে জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিও অংশ নেবেন। সিরিজটি আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। শাপলা মিডিয়ার ওয়েব প্ল্যাটফর্ম সিনেবাজ অ্যাপে মুক্তি পাবে এ বছরেই।” সম্প্রতি ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি বলেন, “এটি নিঃসন্দেহে চ্যালেঞ্জিং কাজ, একই সঙ্গে ব্যয়সাপেক্ষ। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে আমাদের খরচ আরো বেড়ে যাবে। এজন্য লকডাউনের মধ্যে আমরা কী কী শুটিং কীভাবে দ্রুত শেষ করব সেটির একটি পরিকল্পনা করি। লকডাউন শিথিল হওয়া মাত্রই আমাদের একটি টিম কাজে নেমে পড়েছে। শাহিন সুমন নির্মাণ করছেন বিগ বাজেটের সিজনভিত্তিক ওয়েব সিরিজ ‘মাফিয়া’। সেটি দিয়েই শুটিং শুরু হয়েছে।” এদিকে বেশ কিছুদিনের বিরতির পর শুটিংয়ে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আরটিভি প্রযোজিত সিনেমা ‘লিডার- আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে ব্যস্ত হলেন শাকিব। পরিচালক তপু খান বলেন, ‘লকডাউন শেষে ১১ আগস্ট থেকে সচল হলো পুরো দেশ। খুলে দেয়া হয়েছে অফিস-আদালত, দোকানপাট ও যানবাহনসহ প্রায় সব কিছু। এরই ধারাবাহিকতায় পুরোদমে শুরু হয়েছে আমার সিনেমার শুটিং। শাকিব খান ছাড়াও নায়িকা শবনম বুবলি অংশ নিয়েছেন শুটিংয়ে। আমাদের শুটিং ৭০ শতাংশ শেষ। এবারই শেষ লটের কাজ করছি, আশা করছি ১০ দিনে বাকি কাজটুকু শেষ করতে পারব।’ ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন এবার নির্মাণ করছেন ‘অন্তর্জাল’ নামে নতুন সিনেমা। এই ছবিতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, এ বি এম সুমন ও সুনেরাহ বিনতে কামালসহ অনেকে। এই সিনেমা সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে টানা শুটিংয়ের পরিকল্পনা রয়েছে তাদের। দীপঙ্কর দীপন বলেন, প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে। আমাদের যোদ্ধারা কতটা প্রস্তুত? এই ভাবনা থেকে নির্মিত হচ্ছে ‘অন্তর্জাল’। ছবিটির গল্প লিখেছেন দীপঙ্কর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। লকডাউনের মধ্যেও শুটিং করেছেন সৈকত নাসির। এই নির্মাতার নতুন চলচ্চিত্র ‘তালাশ’। তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে খুবই অল্পসংখ্যক শিল্পী-কলাকুশলী নিয়ে গত সপ্তাহ থেকে ইনডোর শুট শুরু করেছি। এখন লকডাউন শিথিল হওয়ায় পুরোদমে কাজ শুরু করেছি। এ ছবিতে অভিনয় করছেন বুবলী, আজাদ আদর ও আসিফ আহসান খান। আশা করছি নতুন জুটির এই সিনেমাটি দর্শকের পছন্দ হবে।’
হ শাহনাজ জাহান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়