একাই কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

আগের সংবাদ

বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরি করে পাকিস্তান ও আমেরিকা

পরের সংবাদ

জাতীয় শোক দিবস পালন করবে জাপা

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। কেন্দ্রের পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার জাতীয় পার্টির বনানী কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জাতীয় শোক দিবস আগামীকাল ১৫ আগস্ট বেলা ১১টায় বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা, বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি। বিশেষ অতিথি থাকবেন পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।
জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়