গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

সেই ছেলেটি

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

একটি ছেলে জন্ম নিলো টুঙ্গিপাড়া গাঁয়ে
সেই ছেলেটি খুব সাহসী বুঝলো সেটা মায়ে।
সেই ছেলেটির হৃদয় ছিলো সোনার চেয়েও খাঁটি
উজাড় করে বাসতো ভালো জন্মভূমির মাটি।

সেই ছেলেটি আঁকতো ছবি চোখের পাতা ভরে
সবুজ-শ্যামল দেশটিকে সে সোনায় নিবে গড়ে।
সোনার দেশের সোনার মানুষ বাসবে তাকে ভালো
হাসবে সুখে সেই ছেলেটি ভুবন করে আলো।

সেই ছেলেটি বড় হলেন, ছিলেন স্বাধীনচেতা
শত্রæমুক্ত দেশটা এনে হলেন দেশের নেতা।
শত্রæ যে তার পিছেই ছিলো সর্বনাশার মূলে
সেই কথাটি জানতে তিনি পারেননি তো ভুলে।

সেই ছেলেটি শেখ মুজিবুর মরেও অমর যিনি
হাজার বছর থাকবে এ দেশ তারই কাছে ঋণী!
সেই ছেলেটি কালজয়ী আজ ইতিহাসের পাতায়
শেখ মুজিবের নামটি লেখা স্মরণকালের খাতায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়