গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

মহান নেতা শেখ মুজিবুর

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পাখির কাছে প্রশ্ন করি ডাকিস কেন করুণ সুরে
কোন বেদনার কালো ছায়া আজকে মনের আকাশজুড়ে?
শোনরে খোকা, শোনরে খুকি কাটিস কেন শোকের ছড়া
রংতুলি-পট গুছিয়ে রেখে, বন্ধ রেখে লেখাপড়া?

কৃষক কাঁদে হাল থামিয়ে, শ্রমিক মজুর যায় না কাজে
আজকে সবার বুকের তলে দুঃখেরই গান শুধুই বাজে।
বনের পশু, পাখপাখালি খাচ্ছে না কেউ খানাদানা
কোনসে ব্যথায় হায়-হাহাকার, হৃদয় জমিন ফানা ফানা!

চুপটি করা ফড়িংডানা, ফুলের ঠোঁটে নেইকো হাসি
রাখাল ছেলের মন ভালো নেই, বাজে না তার পাতার বাঁশি।
গাঁয়ে গাঁয়ে দুঃখের চিঠি করছে বিলি ডাকহরকরা
মুখটা যে তার মলিন মলিন, দুঃখ আঁকা, মনটা মরা।

যাকেই আমি প্রশ্ন করি, সেই তো বলে করুণ সুরে-
পনেরো আগস্ট এলেই আমার হৃদয়টা যায় ভেঙেচুরে।
এদিন জাতির পিতার বুকে ঘৃণ্য ঘাতক চালায় গুলি
পঁচাত্তরের সেই ব্যথাটা ক্যামনে ভুলি, ক্যামনে ভুলি?

আমি বলি, আছেন পিতা আলোর ছবি সূর্য হয়ে
মহান নেতা শেখ মুজিবুর শক্তি জোগান সকল জয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়