জগন্নাথ বিশ্ববিদ্যালয় : প্রক্টর ড. মোস্তফা কামালের মেয়াদ বাড়ল

আগের সংবাদ

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী : কেউ গৃহহীন থাকবে না

পরের সংবাদ

সদরপুরে আড়িয়াল খাঁ নদে ভাঙন অব্যাহত

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদে পানি কিছুটা কমলেও ব্যাপক এলাকাজুড়ে নদী ভাঙন অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহে আড়িয়াল খাঁর ভাঙনে, চরনাছিরপুর ইউনিয়নের মফিজদ্দিন হাজির কান্দি, হালিম হাওলাদারের কান্দি, নাজির মাহমুদ হাজির কান্দি, ওহেদ জমাদ্দারের কান্দি গ্রামের শতাধিক ঘরবাড়ি প্রায় ১০০ একর ফসলি জমির বোনা আমন ও আউশ ধান, মূল্যবান গাছপালাসহ নদীগর্ভে বিলীন হয়েছে।
এছাড়া চরমানাইড় ইউনিয়নের আদেল উদ্দীন মোল্যার, চর অর্জুন পট্টি, আমির খার কান্দি, রহমত উল্লাহ মাতুব্বর কান্দি ও ঢেউখালী ইউনিয়নে চন্দ্রপাড়া ঘাট এলাকায় ব্যাপক ভাঙন বৃদ্ধি পেয়েছে। ভাঙনের হাত থেকে বাঁচতে অনেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে। হুমকির মুখে রয়েছে মফিজদ্দিন হাজির কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়ারচর আশ্রয়ণ কেন্দ্রসহ অনেক ঘরবাড়ি ও নানা স্থাপনা। এতে চরম আতঙ্কে রয়েছেন চরের হাজার হাজার পরিবার
মফিজউদ্দীন গ্রামের শামসুদ্দীন মুন্সি বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হলে উপজেলার পাঁচটি ইউনিয়নের কয়েক হাজার পরিবারের ঘরবাড়ি নদী ভাঙনের শিকার হয়। ভাঙন রোধে প্রাথমিকভাবে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। গত রবিবার বিকালে ভাঙকবলিত এলাকা পরিদর্শন করেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ভাঙন রোধে আমরা প্রাথমিকভাবে ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া ঘাট এলাকায় জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম চলমান রেখেছি। অন্যদিকে চরনাছিরপুর ইউনিয়নে ভাঙনকবলিত এলাকায় স্থায়ী র্বাধ নির্মাণের জন্য আমরা সরকারের কাছে একটি প্রস্তাব রেখেছি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙনকবলিত এলাকায় সরকারি বা বেসরকারি কোনো সাহায্য পৌঁছায়নি বলে ভুক্তভোগী পরিবার জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়