জগন্নাথ বিশ্ববিদ্যালয় : প্রক্টর ড. মোস্তফা কামালের মেয়াদ বাড়ল

আগের সংবাদ

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী : কেউ গৃহহীন থাকবে না

পরের সংবাদ

রামেবি ভিসির মা মারা গেছেন

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনের মা বেগম হাফিজুননেছা মারা গেছেন। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীতে তার মেজ ছেলের বাসভবনে মারা যান তিনি। বার্ধক্যজনিত কারণে ৯১ বছর বয়সে তিনি মারা গেলেন। তিনি এক মেয়ে এবং ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বেগম হাফিজুননেছার মৃত্যুতে গভীরভাবে শোকাহত রামেবির কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার এক শোক বার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রামেবির ভিসি ডা. মোস্তাক হোসেনের মা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার স্বামী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম ১৯৭৩ সালে ছিলেন বঙ্গবন্ধু সরকারের এমপি। নিজ জেলা মাদারীপুরে স্বামীর কবরের পাশে গতকাল সোমবার বিকালে তাকে সমাহিত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়