জগন্নাথ বিশ্ববিদ্যালয় : প্রক্টর ড. মোস্তফা কামালের মেয়াদ বাড়ল

আগের সংবাদ

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী : কেউ গৃহহীন থাকবে না

পরের সংবাদ

মোশাররফ-তিশার ক্যাম্পেইন

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : গত ৩০ জুলাই ‘বিশ্ব মানবপাচারবিরোধী দিবস ২০২১’ উপলক্ষে অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এক ভিডিও বার্তায় তরুণ প্রজন্ম এবং সম্ভাব্য অভিবাসীদের মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ফেসবুক পেজে এই ভিডিও বার্তা প্রচার করা হয়। ভিডিও বার্তায় মোশাররফ করিম বলেন, ‘টিকটক সুপারস্টার বানানো, পার্টিতে নিয়ে যাওয়ার কথা বলে ভয়ংকরভাবে মানবপাচার করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ অনেক দিন। খেলাধুলা, বাইরে যাতায়াত, সামাজিক কার্যক্রমও নেই। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বেশি সময় ব্যয় করছি আমরা। এই সুযোগটাই নিচ্ছে মানব পাচারকারীরা। পাচারের শিকার ব্যক্তিরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। আর্থিক ঋণ, জোরপূর্বক বিয়ে, যৌন শোষণ এবং দাসত্বের বেড়াজালে আটকা পড়েন। তাছাড়া মৃত্যুর ঘটনাও ঘটছে। চাকরির প্রলোভন দেখিয়ে, প্রেমের ফাঁদে ফেলে পাচার করছে আপনার আমার আপনজনদের।’ অনিরাপদ অভিবাসনের কুফল তুলে ধরে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ভিডিও বার্তায় বলেন, ‘চাইলেই আমরা মানবপাচারের ঝুঁকি এড়িয়ে নিরাপদে বিদেশ যেতে পারি। সম্ভাব্য অভিবাসীদের দালালের খপ্পরে না পড়ে নিরাপদে অভিবাসন নিশ্চিতে নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস গিয়ে রেজিস্ট্রেশন করুন। প্রশিক্ষণ নিয়ে দক্ষতা বাড়ান। বিদেশ যাওয়া চূড়ান্ত হলে পাসপোর্ট, ভিসা, কাজের চুক্তিপত্রসহ সব কাগজপত্র যাচাই করুন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়