জগন্নাথ বিশ্ববিদ্যালয় : প্রক্টর ড. মোস্তফা কামালের মেয়াদ বাড়ল

আগের সংবাদ

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী : কেউ গৃহহীন থাকবে না

পরের সংবাদ

কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার আসামি শামসুল মুসলিমীন (৫৫) নামে এক হাজতি মারা গেছেন। গতকাল সোমবার ভোরে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মারা যাওয়া হাজতি জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বাসিন্দা। পাকুন্দিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে ২০১৯ সালের ২৪ আগস্ট থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন বলে জানা গেছে।
জেল সুপার মো. বজলুর রশীদ জানান, শামসুল মুসলিমীন অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। গত ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এরপর তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সোমবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে শামসুল মুসলিমীনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়