জগন্নাথ বিশ্ববিদ্যালয় : প্রক্টর ড. মোস্তফা কামালের মেয়াদ বাড়ল

আগের সংবাদ

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী : কেউ গৃহহীন থাকবে না

পরের সংবাদ

করোনা সংক্রমণ : সিলেটে আরো ১৪ প্রাণহানি, শনাক্ত ৮৫৩ জন

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট ব্যুরো : সিলেট বিভাগে করোনায় আক্রান্ত আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরো ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী নতুন মৃত্যুবরণকারীদের মধ্যে সিলেট জেলায় ৬, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ২ এবং মৌলভীবাজারের ১ জন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৪ জনের মৃত্যু হয়েছে।
আর এ সময়ে ১৯৫৪টি নমুনা পরীক্ষায় মোট ৮৫৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সে হিসাবে শনাক্তের হার ৪৩ দশমিক ৫৬ শতাংশ। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন করে শনাক্তদের মধ্যে ৩৬০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১০৭, হবিগঞ্জের ৭৭ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৯০ জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩০৫ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ৪১৫, সুনামগঞ্জে ৪ হাজার ৮১৮, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৯২৩, মৌলভীবাজারে ৫ হাজার ৭৪৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৪০০ জন।
এদিকে নতুন ১৪ জনসহ সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে। এর মধ্যে সিলেট জেলার ৫৫০, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৩২, মৌলভীবাজারের ৬১ ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন।
এদিকে একই সময়ে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। আর চার জেলায় মিলে সুস্থ হয়ে উঠেছেন আরো ৪৬৮ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়