জগন্নাথ বিশ্ববিদ্যালয় : প্রক্টর ড. মোস্তফা কামালের মেয়াদ বাড়ল

আগের সংবাদ

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী : কেউ গৃহহীন থাকবে না

পরের সংবাদ

আনু মালিকের বিরুদ্ধে চুরির অভিযোগ

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : টোকিও অলিম্পিকে শৈল্পিক জিমন্যাস্টিক বিভাগে সোনা জেতার পরই বেজে ওঠে ইসরায়েলের জাতীয় সংগীত। তখনই মিল পাওয়া যায় ২৫ বছর আগে আনু মালিকের সুর করা হিন্দি সিনেমা ‘দিলজালে’র ‘মেরা মুলক মেরা দেশ’ গানটির সঙ্গে! আনু মালিকের বিরুদ্ধে সুর নকলের অভিযোগ আগেও উঠেছিল। তবে একটি দেশের জাতীয় সংগীত কপি করে দেওয়াটা একটু বাড়াবাড়ি বলেই মনে করছেন সমালোচকরা। কিন্তু মজার ব্যাপার হলো, এতদিন এটি কেউ ধরতেই পারেনি। আনু মালিকও সম্ভবত ধরে নিয়েছিলেন, কে শুনতে যাবে ইসরায়েলের জাতীয় সংগীত! ফলে তার কপি ধরা পড়লো ২৫ বছর পর! অলিম্পিকে ‘হাতিকভাহ’ বেজে ওঠার পর পরই ঝড় ওঠে নেটপাড়ায়। একের পর এক আসতে থাকে ট্রলের ঢেউ। নেটিজেনদের মধ্যেও দেখা গেছে দারুণ সৃজনশীলতা। তাদের একজন লিখেছেন, ‘শুধু গানের সুর কপি করাটাই বড় কথা নয়। এ নিয়ে বিস্তর গবেষণাও করতে হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘আনু মালিক নিঃসন্দেহে সাহসী মানুষ। তা না হলে কেউ ইসরায়েলের জাতীয় সংগীত কপি করে!’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়