হেফাজতের সহিংসতা : এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

বোল্টের সিংহাসনে বসলেন জ্যাকবস

পরের সংবাদ

সাপ্তাহিক দর হারানোর শীর্ষে তমিজউদ্দিন

প্রকাশিত: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৭টির বা ৪৪.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯০.৩০ টাকায়। আর সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৬.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৩.৮০ টাকা বা ১৫.২৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে তমিজউদ্দিন টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক টপটেনের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফ্যামিলিটেক্সের ১৫.২৫ শতাংশ, তুংহাই নিটিংয়ের ১৪.৪৭ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৪.২৯ শতাংশ, জিলবাংলা সুগারের ১২.৯৯ শতাংশ, জিকিউ বলপেনের ১০.৭৬ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ডের ১০.১৬ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.২০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯.২০ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ৮.৯৭ শতাংশ কমেছে।
মুনাফায় ফিরেছে অগ্রণী ইন্স্যুরেন্স : আগের বছর একই সময়ে লোকসান হলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স চলতি অর্থবছরের প্রথমার্ধে মুনাফায় ফিরেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.৪৩ টাকা।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত মুনাফা হয়েছিল ০.১৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৩৫ টাকা বা সাড়ে ২৫০ শতাংশ বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়