হেফাজতের সহিংসতা : এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

বোল্টের সিংহাসনে বসলেন জ্যাকবস

পরের সংবাদ

দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ১১ কোটি ছাড়ালো

প্রকাশিত: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক এখন ১১ কোটি ৯০ হাজার। বিটিআরসির সবশেষ জুন মাসের হিসাবে এই পরিসংখ্যান দেখা যায়। দেশে মে মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিলো ১০ কোটি ৭৫ লাখ। এক মাসের ব্যবধানে ২৫ লাখ ৯০ হাজার গ্রাহক পেয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। এরআগে এপ্রিলে ছিলো ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার গ্রাহক। চলতি বছরে এক মাসের ব্যবধানে বিপুল পরিমান গ্রাহক বৃদ্ধি দেখা যায় মার্চ মাসে। মার্চে ৩১ লাখ ৩৭ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছিল।এর আগে ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেটের গ্রাহক বৃদ্ধিতে ধস ছিলো। বছরের শুরুতে জানুয়ারিতে এক মাসে ৮ লাখ ৩৮ হাজার ইন্টারনেট গ্রাহক এসে বেশ গতিতেই বছর শুরু হলেও ফেব্রুয়ারিতে মাত্র ২ হাজার গ্রাহক পায় মোবাইল অপারেটরগুলো।মার্চে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিলো ১০ কোটি ৬৩ লাখ ৩০ হাজার। বিটিআরসির হিসাবে, ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিলো ১০ কোটি ৩১ লাখ ৯৩ হাজার। জানুয়ারিতে এটি ছিলো ১০ কোটি ৩১ লাখ ৯১ হাজার ।২০২০ সালের ডিসেম্বরে ছিলো ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার।আর এর আগের কয়েক মাসে হ্রাস-বৃদ্ধির মধ্যে ছিল এই ব্যবহারকারী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়