হেফাজতের সহিংসতা : এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

বোল্টের সিংহাসনে বসলেন জ্যাকবস

পরের সংবাদ

অ্যাপল, মাইক্রোসফট ও গুগল : সম্মিলিত মুনাফা ৫ হাজার কোটি ডলার ছাড়িয়ে

প্রকাশিত: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপল, মাইক্রোসফট ও গুগলের সম্মিলিত মুনাফা ৫ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। তিন মার্কিন প্রযুক্তি জায়ান্টের আয়ের প্রতিবেদনের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। বর্তমানে তিন প্রযুক্তি জায়ান্টের সম্মিলিত বাজারমূল্য ৬ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ১৬ মাস আগে শুরু হওয়া করোনা মহামারীর প্রাথমিক দিনগুলোর তুলনায় তা প্রায় দ্বিগুণ বেড়েছে। বৈশ্বিক মহামারী সত্ত্বেও প্রযুক্তি জায়ান্টগুলোর ব্যবসা যে ফুলেফেঁপে উঠেছে এপ্রিল-জুন প্রান্তিকের আয়-ব্যয়ের উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে-
প্রায় বছর দুয়েক ধরে মহামারী সত্ত্বেও নিজেদের পণ্যের আপগ্রেড চালিয়ে গেছে অ্যাপল। দ্বিতীয় প্রান্তিকের আয়ে তার প্রতিফলন ঘটেছে। এপ্রিল-জুন প্রান্তিকে ক্যালিফোর্নিয়ার কোপার্টিনোভিত্তিক কোম্পানিটি মুনাফা করেছে ২ হাজার ১৭০ কোটি ডলার, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ৯৩ শতাংশ বেশি। বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাপিয়ে গিয়ে প্রযুক্তি জায়ান্টটির মোট আয় ৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৪০ কোটি ডলার।
গত শরতে বাজারে আসা আইফোন ১২ দিয়ে বাজার মাতিয়ে দিয়েছে অ্যাপল। গত কয়েক বছর ধরেই অ্যাপলের সর্বোচ্চ বিক্রিত গ্যাজেটের স্থান দখল করে রেখেছে আইফোন। আইফোন ১২-এর জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছে ফাইভজি নেটওয়ার্কে এর সক্ষমতা। গত প্রান্তিকে আইফোন থেকে অ্যাপলের আয় হয়েছে ৪ হাজার কোটি ডলার, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ৫০ শতাংশ বেশি। এছাড়া চলতি বছরে বাজারে আনা নতুন মডেলের আইম্যাক, আইপডও অ্যাপলের মোট আয়ে বড় ভূমিকা রেখেছে। অবশ্য মঙ্গলবার কর্মীদের সঙ্গে এক কনফারেন্স কলে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাপল সিইও টিম কুক। ডেল্টা ভ্যারিয়েন্টের হানায় অ্যাপল তাদের কর্মীদের অফিসে ফেরার সময় সেপ্টেম্বর থেকে পিছিয়ে অক্টোবরে নিয়ে গিয়েছে। আগামী দিনগুলোতে চিপ স্বল্পতা মোকাবেলা ও উদীয়মান অর্থনীতিগুলোর ভ্যাকসিনেশন কার্যক্রমের ওপর অনেকটা নির্ভর করছে অ্যাপলের মুনাফা প্রবৃদ্ধি। চলতি প্রান্তিকে আয়ে ১০ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস অ্যাপলের।
মাইক্রোসফট তাদের চতুর্থ প্রান্তিকের মুনাফা উপাত্ত প্রকাশ করেছে। সফটওয়্যার নির্মাতা জায়ান্টটির মুনাফা ৪৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকে ছাড়িয়ে মাইক্রোসফটের শেয়ারপ্রতি নিট আয় হয়েছে ২ দশমিক ১৭ ডলার। গত বছরের একই সময়ের চেয়ে মাইক্রোসফটের মোট আয় ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২০ কোটি ডলার। অ্যামাজনের সঙ্গে টেক্কা দিয়ে ক্লাউড সেবা এবং উইন্ডোজ সফটওয়্যার বিক্রির মাধ্যমে বড় অংকের আয় করল বিল গেটস ও পল অ্যালেন প্রতিষ্ঠিত কোম্পানিটি। সূত্র : এপি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়