হেফাজতের সহিংসতা : এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

বোল্টের সিংহাসনে বসলেন জ্যাকবস

পরের সংবাদ

অগ্রণী ব্যাংক : অর্থঋণ আদালত আইন নিয়ে সভা

প্রকাশিত: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গ্রাহকদের ঋণ প্রদান এবং ঋণ আদায় ব্যাংকারদের একটি নিয়মিত রুটিন কাজ। ঋণ প্রদান ও ঋণ আদায়ের আইন সম্পর্কে বিশদভাবে জানতে গত ৩০ জুলাই অগ্রণী ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এবিটিআই) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘অর্থঋণ আদালত আইন-২০০৩ এর ওপর উন্মুক্ত আলোচনা’ শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনা সভা।
সভায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য তানজিনা ইসমাইল, সাবেক জেলা জজ এবং ড. ফরজ আলী, সাবেক ব্যাংকার, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম ও আইন উপদেষ্টা আলতাফ হোসেন।
আলোচনা সভায় উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অর্থঋণ আদালত আইন-২০০৩ বিষয়ক আলোচনা করেন অগ্রণী ব্যাংক লিমিটেডের আইন পরামর্শক ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ, এ কে এম বদরুদ্দোজা এবং কাজী শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়