জাপান পাঠাল আড়াই লাখ : দেশে চীনা টিকা তৈরির আনুষঙ্গিক কাজ শুরু

আগের সংবাদ

নিউইয়র্কে বিএসইসির বিনিয়োগ সম্মেলনে বক্তারা : করোনাতেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি

পরের সংবাদ

বিগ বসের সঞ্চালক এবার করণ জোহর

প্রকাশিত: জুলাই ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : শুরু হতে যাচ্ছে ‘বিগ বস ১৫’। মূলত বলিউড অভিনেতা সালমান খানের কারণেই তুমুল জনপ্রিয়তা পায় এই শো। কিন্তু সালমান নয়, এবারের সিজনের হোস্ট হিসেবে দেখা যাবে অন্য কাউকে। কালার্স চ্যানেলে সম্প্রচার হওয়ার আগে ‘ভুট সিলেক্ট’ অ্যাপে দর্শক দেখতে পারবেন ‘বিগ বস’। ছয় সপ্তাহ ওটিটি প্ল্যাটফর্মে চলবার পর তা টেলিভিশনে ফিরবে। ‘বিগ বস ওটিটি’তে থাকছে ‘জনতা ফ্যাক্টর’। আমজনতার কাছে সুযোগ আসবে প্রতিযোগী হিসেবে অংশ নেয়ার। ৮ আগস্ট থেকে ভুট-এ শুরু হতে চলেছে ‘বিগ বস’-এর সম্প্রচার। সামাজিক মাধ্যমে ভুট-এর পক্ষ থেকে নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে সালমানকে বলতে শোনা যাচ্ছে, ‘বুট-স্যুট পরে আমি আসব বিগ বস হোস্ট করতে কালার্সে। তার আগে আপনারা বিগ বস দেখুন ভুট-এ।’ তার মানে ভুট-এর ‘জনতা ফ্যাক্টর’-এ থাকছেন না সালমান খান। শোনা গিয়েছিল, বিগ বসের বিখ্যাত জুটি সিদ্ধার্থ শুক্লা ও শহেনাজ গিল শো-এর সঞ্চালনা করবেন। কিন্তু এবার এলো নতুন খবর! ভুট-এর পক্ষ থেকে জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দেয়া হলো হোস্ট করবেন করণ জোহর। গত বৃহস্পতিবার রাতের এক মিটিংয়ে এমনটা ঠিক হয়েছে। সিদ্ধার্থের নাম প্রাথমিকভাবে ভাবা হলেও ‘ভুট’ ও ‘বিগ বস’ কর্তৃপক্ষ চাইছিল বড় কোনো বলিউড মুখ। আর তারপরই প্রস্তাব পাঠানো হয় করণ জোহরকে। বিতর্ক যে করণের পছন্দ, তা তো সবারই জানা। তার শো ‘কফি উইথ করণ’-এ করণ জোহরের প্রশ্নের মুখে পড়ে একাধিক তারকা একাধিক গসিপের জন্ম দেন এখানে। এবার ‘বিগ বস ওটিটি’তেও তেমনটাই হতে চলেছে বলে মতো নেট-নাগরিকদের। এদিকে সিদ্ধার্থ শুক্লার ভক্তরা একেবারেই খুশি নন এই খবরে। তাই তো তারা নেমে পড়েছেন করণ জোহরের নিন্দায়।
ফের উঠে এসেছে ‘নেপোটিজম’। হাঁটুর বয়সি ছেলের থেকে কাজ ছিনিয়ে নিয়েছেন করণ, এমনটাই মনে করছেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়