ডিআরআরএ আয়োজিত ওয়েবিনার : প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর দাবি

আগের সংবাদ

মহামারিতেও আনন্দময় হোক ঈদ

পরের সংবাদ

আনুপার্বিক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দুধসাদা রঙ,
মানেই কাফন, তা তো নয়;
ফুলবউ, কন্থক মুড়িয়ে
সে, এবং আমি; চরাচর,
ঝুমবৃষ্টি, সোঁদামাটি ঘ্রাণে,
মাথা তোলে, ঘাসদূর্বা, ঝোপ,
সতপাতা, আকুল আশ্লেষে,
বেনা ফুল, পাখিও বা ডাকে;
কখন যে, ফাঁকে, গর্ত ছেড়ে,
ফাঁকি দিয়ে, বেরিয়ে এসেছে,
কালকেউটে, জলবর্ণে আঁকা,
নিশিঘোর, আমাকে জড়িয়ে
আলত চুমু দেয়, তার গালে,
খেলে, নিয়ে বিড়ালের ছানা;
দংশন করেনি কেউ,
বজ্রধুম অন্ধকার, ডাকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়