ডিআরআরএ আয়োজিত ওয়েবিনার : প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর দাবি

আগের সংবাদ

মহামারিতেও আনন্দময় হোক ঈদ

পরের সংবাদ

খেয়ার অপেক্ষা

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

করোনাকালে এপারে আমি ওপারে তুমিও একা
দুর্যোগ-সংকটে মিলনাঙিনা ওপারে যায় দেখা;
মিলনের আবাহনে সঙ্গীকে সুরেলা কণ্ঠে ডাকে আকুল কোকিল
আকাশের নীল ছুঁয়ে ডাকে প্রিয়াকে ধূসর চিল।
এপারে বিরহ-পদাবলী পড়ে শেফালি-বকুল
নদী ঘাটে খেয়ার অপেক্ষা করে হৃদয় আকুল।
নির্বাক-নিস্পন্দ স্বর ঘূর্ণাবর্তে ওড়ে
গঙ্গা কবুতর নিঃসঙ্গ উড়ালে মিলন তৃষ্ণায় একা পোড়ে।

করোনাকালে সাগর তীরে নির্জনতা
বুকের গহীনে কান্না শত আকুলতা,
করোনা সন্ত্রাসকালে পৃথিবীকে ভালোবাসি বলি
আক্রান্ত শরীর তবু বসন্ত বাতাস বয়ে চলি।
নির্জনবাসে তৃষ্ণাকাতর বুকে জাগে হাহাকার
প্রণয়াঙ্গনে স্বজন অনুপম শুধুই আমার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়