ভূমিহীনদের ঘর পুনর্নির্মাণের দাবি বিএনপির

আগের সংবাদ

ঈদ ঘিরে লকডাউন শিথিল : ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত ৮ দিন সারাদেশে বিধিনিষেধ শিথিল, আজ প্রজ্ঞাপন

পরের সংবাদ

দুঃখগুলো আগাছার মতো বাড়ছে

প্রকাশিত: জুলাই ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বুকের খাস জমিতে দুঃখগুলো আগাছার মতো বাড়ে
কষ্টের দাবানলে পুড়ে ছাই হয় বুকের সবুজ মায়া
ছলনার সুনামিতে লণ্ডভণ্ড হয় বিশ্বাসের আঁতুড়ঘর
তবুও আমার এই দু’চোখ নতুন দিনের ভোর খুঁজে
মায়াবী আরশিতে খুঁজে নির্মোহ ঠোঁটের চারু হাসি,
নদীর জোয়ার, ভাটা ও স্রোতের অংক কষে জীবন
পাখিদের মুখর সন্ধ্যায় খুঁজে নীড়ে ফেরার আবদার
অনাহুত দুঃখবোধ বিনাশের প্রার্থনায় নিমগ্ন থাকে মন
তবুও পরগাছার মতো ব্যথারা গেঁথে যায় বুকের গভীরে;
গোপনে চুষে খায় আমার এই বেঁচে থাকার প্রাণরস।

তবু চোখ বলে- এসব অবাঞ্ছিত দুঃখ-কষ্ট সব মিছে;
চোখ টিপে মন বলে- সত্যি কেবল তোমাকে ভালোবাসা।
আহা! তোমার অবহেলায় মুখ থুবড়ে পড়ে পার্থিব সব ইচ্ছা,
আমার বুকে বিষাদ বৃক্ষ দেদারছে বড় হচ্ছে…।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়