সীমিত লকডাউনে নগরবাসীর দুর্ভোগ

আগের সংবাদ

অকারণে বের হলেই জেল

পরের সংবাদ

বৃষ্টি আসে সৃষ্টি হাসে

প্রকাশিত: জুন ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মেঘের নায়ে সিক্ত পায়ে
বৃষ্টি আসে গাঁয়,
দোয়েল হাসে কোয়েল হাসে
মিষ্টি সুরে গায়।

বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে
ফুলকলি পায় প্রাণ,
জুঁই-চামেলি গোলাপ-বেলি
ছড়ায় মধুর ঘ্রাণ।

দৃষ্টিজুড়ে বৃষ্টি-সুরে
ব্যাঙছানাদের হাঁক,
পুকুর-ঝিলে খালে-বিলে
ঘ্যাঙর-ঘ্যাঙর ডাক।

বৃষ্টি আসে সৃষ্টি হাসে
জাগে নদী-বন,
কী যে মজা কী যে মজা
নাচে তনু-মন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়