সীমিত লকডাউনে নগরবাসীর দুর্ভোগ

আগের সংবাদ

অকারণে বের হলেই জেল

পরের সংবাদ

বৃষ্টিদিনের নিমন্ত্রণ

প্রকাশিত: জুন ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আয় বৃষ্টি আয়-
চড়ে মেঘের নায়।
ঝরঝরিয়ে নাম,
নামরে অবিরাম।

দে ভিজিয়ে মাটি
ফলবে ফসল খাঁটি।
বীজ ছড়িয়ে খেতে
কৃষক আনন্দেতে

স্বপ্ন বেঁধে বুকে
বলছে হাসিমুখে-
শোনো বন্ধুগণ,
রইলো নিমন্ত্রণ।

উঠবে এ ধান যবে,
আসতে কিন্তু হবে।
আমার আঙিনাতে
দেখো তোমার হাতে
পিঠা কত জাতের
দাওয়াত কিন্তু রাতের।
এবং সকালবেলার
দাওয়াত সাথে খেলার
এনো তোমার মাকে
মনে যেন থাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়