গলায় খাবার আটকে মৃত্যু প্রতিবন্ধীর

আগের সংবাদ

নতুন সিনেমায় অপি করিম

পরের সংবাদ

লকডাউনেও চলবে টিভি নাটকের শুটিং

প্রকাশিত: জুন ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : আগামী ১ জুলাই থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। কঠোর এই কার্যক্রম শুরুর আগে গতকাল থেকে শুরু হয়েছে সীমিত লকডাউন। তবে বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় বাণিজ্যিক সেক্টর টিভি নাটক পাড়া থাকবে এসবের আওতামুক্ত। এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে টিভি নাটকের কয়েকটি সংগঠন। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সভাপতি অভিনেতা-প্রযোজক ইরেশ যাকের এ বিষয়ে বলেন, ‘আমরা যে প্রজ্ঞাপন দেখেছি, তাতে আমাদের মনে হয়েছে আমরা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের মধ্যে পড়েছি। যেখানে উল্লেখ করা হয়েছে, নিজস্ব যাতায়াত ব্যবস্থাপনায় কাজ চালিয়ে যাওয়া যাবে। আমরা সেভাবেই আপাতত কাজ চালাব।’ ইরেশের সঙ্গে সুর মিলিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি বললেন, ‘স্বাস্থ্যবিধি মেনে এতদিন যেভাবে কাজ হয়েছে ঠিক সেভাবেই চলবে। আর সরকারের পক্ষ থেকে বাকি কোনো নির্দেশনা এলে সেটা বিবেচনা করা হবে।’ বিষয়টি নিয়ে নিয়মিতই নাটকের অন্তঃসংগঠনগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানান এই অভিনেতা। স্বাস্থ্যবিধি মানার জন্য বলা হচ্ছে। তবে গত বছরের সংকট এবার কাটিয়ে উঠতে চান ইরেশ জাকের। তিনি বলেন, ‘আমরা এখনো সরকারের পক্ষ থেকে আপদকালীন সহযোগিতা পাইনি। গতবার আমরা ব্যক্তিগতভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু প্রতিবারই তো সেটা সম্ভব নয়। তাই এখন যদি কাজ বন্ধ করে দেয়া হয় তাহলে শিল্পী-কলাকুশলীদের দুই-তিন মাসের আয় বন্ধ হয়ে যাবে। কারণ ঈদ বড় একটা আয়ের সময়। একজন দোকানদার বা নিম্ন আয়ের মানুষ চাইলেই অন্যের কাছে সাহায্য নেন, কিন্তু শিল্পীরা সেটা করতে পারেন না।’ এছাড়াও তিনি জানান, যদি ১ জুলাই সব বন্ধ হয় তাহলে দেড়শ কোটি টাকার উপরে লোকসান হবে। তার ভাষ্য, ‘রোজার ঈদে তিন-চার মাস ধরে কাজ হয়। কুরবানির ঈদে সে সুযোগ থাকে না। হাতে দেড়-দুই মাস সময় পাওয়া যায়। যদি ১ জুলাই শুটিং বন্ধ হয়ে যায় তাহলে তিন ভাগের এক ভাগ কাজ বাদ থাকবে। মানে প্রায় দেড়শ কোটি টাকার লোকসান হবে। যার মধ্যে ১০০-১২০ কোটি টাকা হলো শিল্পী-কলাকুশলীদের পারিশ্রমিক। তারা কীভাবে চলবে? তাই আপদকালীন এ সময়ে সরকারের সুদৃষ্টি কামনা করছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়