গলায় খাবার আটকে মৃত্যু প্রতিবন্ধীর

আগের সংবাদ

নতুন সিনেমায় অপি করিম

পরের সংবাদ

প্রথমবার ওয়েব সিরিজে আসাদুজ্জামান নূর

প্রকাশিত: জুন ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : পাঁচটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যান্থোলজি সিরিজ ‘ঊনলৌকিক’। সিরিজটি পরিচালনা করেছেন রবিউল আলম রবি। সিরিজের সব গল্পই লিখেছেন শিবব্রত বর্মন। জানা গেছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে সিরিজটি মুক্তি পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে। এদিকে এ সিরিজে অভিনয় করেছেন অভিনেতা আসাদুজ্জামান নূর। যার মাধ্যমে প্রথমবারের মতো কোনো ওয়েব ফিকশনে অভিনয় করলেন এ নন্দিত অভিনেতা। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে সাজানো ‘ঊনলৌকিক’-এ আসাদুজ্জামান নূরকে ছাড়াও দেখা যাবে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের, রাফিয়াথ রশীদ মিথিলা, মোস্তফা মনোয়ার, সোহেল মণ্ডল, ফারহানা হামিদ, নাজিবা বাশার প্রমুখকে। সিরিজ প্রসঙ্গে নির্মাতা রবিউল আলম রবি বলেন, চলচ্চিত্র নিয়ে পড়াশোনার জন্য আমি নির্মাণ প্রক্রিয়া থেকে প্রায় ২ বছর বিরতি নিয়েছিলাম। দেশে ফিরে আসার পর মনে হয়েছে এই অভিজ্ঞতা কাজে রূপ দেয়া উচিত। সেই বিচারে ‘ঊনলৌকিক’ আমার জন্য একটি বিশেষ প্রকল্প। প্রিয় লেখক শিবব্রত বর্মনের লেখা গল্পগুলো এ ক্ষেত্রে আমার নিরীক্ষণের ভিত্তি হিসেবে কাজ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়