স্বরাষ্ট্রমন্ত্রী : মাদক ঠেকাতে চুক্তি হয়েছে মিয়ানমার ও ভারতের সঙ্গে

আগের সংবাদ

আতঙ্কে মগবাজারের বাসিন্দারা

পরের সংবাদ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর

প্রকাশিত: জুন ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : দেশের নন্দিত অভিনেতা আলমগীর। সিনেমায় নিয়মিত হাজির না হলেও নিজের ব্যবসা ও সংসার নিয়ে ব্যস্ত অভিনেতা আলমগীর। এবার তিনি দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন কণ্ঠশিল্পী রফিকুল আলম। গত শুক্রবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রে ২৪ ও ২৬ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনটির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অভিনেত্রী সারাহ বেগম কবরী। তার মৃত্যুতে সভাপতির পদ শূন্য থাকায় সংগঠনের কার্যকরী সভাপতি চিত্রনায়ক আলমগীরকে সভাপতি করা মনোনীত করা হয়। এদিকে কণ্ঠশিল্পী রফিকুল আলমকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যকরী সভাপতি নির্বাচিত করা হয়। উল্লেখ্য, ১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হলে পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন চিত্রনায়ক আলমগীর। তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়