স্বরাষ্ট্রমন্ত্রী : মাদক ঠেকাতে চুক্তি হয়েছে মিয়ানমার ও ভারতের সঙ্গে

আগের সংবাদ

আতঙ্কে মগবাজারের বাসিন্দারা

পরের সংবাদ

‘এক্স=প্রেম’ নিয়ে শিলাজিৎ-সৃজিতের যুদ্ধ!

প্রকাশিত: জুন ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : শিলাজিৎকে যারা চেনেন তারা ‘এক্স=প্রেম’ সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন। তবে শিলাজিতের ‘এক্স=প্রেম’র ২১ বছর পর নির্মাতা সৃজিত মুখার্জির একই নামে নির্মাণ করতে যাচ্ছেন একটি সিনেমা। তবে এ নিয়ে ইতোমধ্যেই এ দুই প্রেমিকের মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ। শুধু বাগযুদ্ধই নয়, বিষয়টিকে দুজনে নিয়ে গেছেন সাইবার যুদ্ধে। যেখানে অংশ নিয়েছেন দুই শিবিরের ভক্ত-অনুসারীরা। ঢোল বাজছে দুপক্ষেই। সৃজিতের নতুন এ সিনেমার পোস্টার মুক্তি পেতেই নাম-বিভ্রাটে জড়ালেন পরিচালক। এ বিষয়ে শিলাজিৎ জানান, তার মস্তিষ্কপ্রসূত নাম ব্যবহার করার আগে একবার কথা বলে নিতে পারতেন সৃজিত। এর পরিপ্রেক্ষিতে সৃজিত জানান, তিনি ফোন করেছিলেন। কিন্তু শিলাজিৎ তার ফোনে সাড়া দেননি। যদিও পরিচালকের বক্তব্য, সৌজন্যের খাতিরে ফোন করছিলেন তিনি। অনুমতি নেয়ার জন্য নয়। দুজনের এই মতবিরোধে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে নেটমাধ্যমে। এরই মধ্যে শিলাজিৎ তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। সরাসরি কারো নাম না নিয়ে তিনি জানিয়েছেন, অনেক পরিশ্রম করে পাশ করানো সেই নাম এখনো লোকে খাচ্ছে। তা দেখে তিনি খুশি। শিলাজিতের অনুরাগীরাও সেই পোস্টে পরিচালক সৃজিতের সমালোচনায় মেতেছেন। এক সাক্ষাৎকারে শিলাজিৎ বলেন, আমি খুশি। বিখ্যাত মানুষরা আমার দেয়া নাম ব্যবহার করছেন। তার মানে আমার মতো ছোট গীতিকার এখনো তাদের মাথার মধ্যে বাস করে। সৃজিতের কাছ থেকে আমার কোনো টাকাপয়সাও চাই না। ‘হেমলক সোসাইটি’র সময় সেই পরিচালক ততটাও বিখ্যাত হননি। তাই নিজের দ্বিতীয় ছবিতে গান গাওয়ানোর জন্য আমার কাছে এসেছিলেন। কিন্তু এখন তো তিনি বিশাল বড়মাপের মানুষ। আমার প্রয়োজন কেন পড়বে? আমার অ্যালবামের নাম নিয়েও তো আমাকে জানাননি কিছু। কেনই বা জানাবেন!’ সৃজিত অবশ্য আত্মপক্ষ সমর্থনে উদাহরণ দেন এভাবে, ‘গ্যাংস্টার’ ছবিতে গীতিকার প্রসেন ‘তোমাকে চাই’ গান লিখেছিলেন। ২০১৭ সালে ‘তোমাকে চাই’ বলে একটি ছবিও মুক্তি পেয়েছিল। সেই সময়ে প্রযোজকরা কি কবীর সুমনের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন? এটা তো একটা শব্দবন্ধ। সেটা যে কেউ ব্যবহার করতে পারে। এটা নিয়ে কারো কোনো অসুবিধা থাকতে পারে না। কারণ বাংলা ভাষার শব্দের ওপর কারো স্বত্ব নেই। সৃজিত জানান, সৌজন্যের খাতিরে তিনি শিলাজিৎদাকে ফোন করেছিলেন। গত ২৬ জুন শিলাজিতের পোস্ট দেয়ার পরে এমনকি তার আগেও তিনি তাকে ফোন করেছিলেন। কিন্তু ফোন ধরেননি শিলাজিৎ। তবে সৃজিতের কথায়, ‘আমি যে ছবির এই নামকরণ করেছি শুধু এই কথা জানানোর জন্যই ফোন করেছিলাম। অনুমতি নেয়ার জন্য নয়। কারণ আমার আর শিলুদার সম্পর্কটাই সে রকম নয়। ২০০৭ সাল থেকে চিনি আমি তাকে। আমি ভেবেছিলাম তিনি খুশি হবেন তার দেয়া নাম ব্যবহার করা হয়েছে শুনে। কিন্তু আমার ফোন না ধরলে আমি কেমন করে জানাব তাকে?’ উল্লেখ্য, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘এক্স ইকুয়ালস টু প্রেম’-এ অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রæতি দাস প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়