হৃত মর্যাদা ফেরত! : কাশ্মিরের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক নরেন্দ্র মোদির

আগের সংবাদ

বাদলা দিন আসছে!

পরের সংবাদ

মিরাকেল ইন্ডাস্ট্রিজ অর্থ সংকটে

প্রকাশিত: জুন ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : অর্থসংকটে বন্ধ হওয়ার উপক্রম পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হাজারেরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন। কোম্পানির ব্যবস্থাপনায় পরিবর্তন এলেও কারখানা পুরোদমে চালু করতে পারেনি মিরাকেল কর্তৃপক্ষ।
জানা গেছে, ২০১৭-১৮ সালে কোম্পানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে গিয়ে মূলধন সংকটে পড়ে। অর্থসংকটে থাকায় কোম্পানির বর্তমান উৎপাদন ১০ শতাংশে নেমে আসে। উৎপাদন বাড়াতে কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পর্ষদ ব্যাংকের কাছে ৫৭ কোটি ৩২ লাখ টাকা থেকে ৭২ কোটি টাকা ঋণ সুবিধা চাইলেও ব্যাংক এখনো প্রস্তাবে সাড়া দেয়নি। এর আগে ২০১৯ সালে বকেয়া ঋণ ফেরত দিতে ব্যাংক চাপ দিলে উদ্যোক্তারা কোম্পানির মালিকানা বদলের সিদ্ধান্ত নেয়। এরপর ২০১৯ সালে ১৭ অক্টোবর শেয়ার বিক্রির চুক্তিনামা করা হলেও নানা কারণে শেয়ার হস্তান্তর হয়নি।
কোম্পানির একটি সূত্র জানায়, কোভিডের কারণে রপ্তানিযোগ্য ক্রয়াদেশও কমেছে প্রায় ৫০ ভাগ। কারখানার উৎপাদন সক্ষমতার ৯০ ভাগ অর্জন করেও শিগগিরই ঝুঁকিমুক্ত হওয়া সম্ভব নয়। বর্তমানে বিসিআইসিই একমাত্র স্থানীয় ক্রেতা। পাট মন্ত্রণালয়ের প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় স্থানীয় বাজারও সীমিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ারদর বর্তমানে ৩৪-৩৫ টাকায় ওঠানামা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়