ইসি মন্ত্রণালয় টানাপড়েন ** জাতীয় পরিচয় নিবন্ধন ** হাতে রাখতে চায় ইসি ** জেনে বুঝেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে **

পরের সংবাদ

মিম এবার সাইবার যোদ্ধা

প্রকাশিত: জুন ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : দেশে প্রথমবার নির্মিত হচ্ছে সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এ ছবিতে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে গঠিত কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (সার্ট) একজন দক্ষ কর্মকর্তার ভ‚মিকায় অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। ছবিটি পরিচালনা করবেন দীপংকর দীপন। নির্মাতা বলেন, ‘সাইবার অ্যাটাকের ক্ষেত্রে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্টের একজন কর্মকর্তা হিসেবে প্রতিনিধিত্ব করবেন বিদ্যা সিনহা মিম। মেয়েটি দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসে। তবে তার চরিত্রে রয়েছে উত্থান-পতন ও নাটকীয়তা।’ প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে গত ২০ জুন সন্ধ্যায় মিম সিনেমার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় পরিচালকের পাশাপাশি উপস্থিত ছিলেন ‘অন্তর্জাল’র প্রযোজক সাদেকুল আরেফীন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু। সিনেমা প্রসঙ্গে মিম বলেন, ‘আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারাÑ এটাই ছবিটির মূল ভাবনা। প্রযুক্তি দুনিয়ায় নারীদের অংশগ্রহণের হার খুবই কম। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নারীদের প্রযুক্তিক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে। প্রযুক্তি খাতে ও সাইবার দুনিয়ায় নারীদের আসার অনুপ্রেরণা জোগাবে।’ তিনি আরো বলেন, ‘সাইবার দুনিয়ার ব্যাপ্তি অনেক বড়। প্রথম দিকে সাইবার দুনিয়ার কিছু বিষয় সম্পর্কে জেনে চমকে উঠেছিলাম। ছবিটির গল্পে আমি দেশরক্ষায় সার্ট-এর সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে মাঠে নামব। দেশের খুব কম মানুষই সার্ট বিষয়ে জানে। আমার চরিত্রের মাধ্যমে সার্ট বিষয়ে সবাইকে জানাতে পারব এবং সাইবার সচেতনতা তৈরিতে ভ‚মিকা রাখব। ছবিটিতে যুক্ত হওয়ার এটি একটি বড় কারণ। এমন কোনো চরিত্র আমার ক্যারিয়ারে নেই। একই সঙ্গে দীপনদার পরিচালনায় কাজ করার আগ্রহটা কাজ করেছে। সব মিলিয়ে এই ছবিতে কাজ করার সুযোগ পেয়ে আনন্দ হচ্ছে।’ উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবিটির ঘোষণা দেন। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য ছবিটিতে সার্বিক সহযোগিতা দিচ্ছে স্পেলবাউন্ড লিও বার্নেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়